পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / business

Mukesh Ambani Resigns From Jio: রিলায়েন্স জিও থেকে পদত্যাগ মুকেশ আম্বানির, দায়িত্বে বড় ছেলে আকাশ

27 জুন মুকেশ আম্বানি রিলায়েন্স জিও-র চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দেন (Mukesh Ambani Resigns From Jio) ৷ ওই দিনই বোর্ড মিটিংয়ে ঠিক হয় সংস্থার পরবর্তী চেয়ারম্যান হবেন মুকেশের বড় ছেলে আকাশ আম্বানি (Akash Ambani is New Chaiman of Jio) ৷

Akash Ambani is new chairman of jio after Mukesh Ambani Resigned
Mukesh Ambani Resigns From Jio: রিলায়েন্স জিও থেকে পদত্যাগ মুকেশ আম্বানির, দায়িত্বে বড় ছেলে আকাশ

By

Published : Jun 28, 2022, 9:24 PM IST

নয়াদিল্লি, 28 জুন : রিলায়েন্স জিও থেকে পদত্যাগ করলেন মুকেশ আম্বানি (Mukesh Ambani Resigns From Jio) ৷ 65 বছরের শিল্পপতির বদলে এখন থেকে ওই সংস্থার দায়িত্ব সামলাবেন আকাশ আম্বানি (Akash Ambani is New Chaiman of Jio) ৷ আকাশ মুকেশের বড় ছেলে ৷

মঙ্গলবার রিলায়েন্স জিও ইনফোকোমের তরফে এই খবর জানানো হয়েছে ৷ আকাশ এতদিন ওই সংস্থায় ছিলেন নন-এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে ৷ চেয়ারম্যান ছিলেন তাঁর বাবা মুকেশ আম্বানি ৷

এদিন সংস্থার তরফে জানানো হয়েছে, 27 জুন বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া যে আকাশ এবার রিলায়েন্স জিও-র চেয়ারম্যানের দায়িত্ব সামলাবেন ৷ এছাড়া পঙ্কজ মোহন পাওয়ারকে আগামী পাঁচ বছরের জন্য সংস্থার ম্যানেজিং ডিরেক্টরের পদে নিয়োগ করা হয়েছে ৷ আর রমিন্দর সিং গুজরাল ও কেভি চৌধুরিকে স্বাধীন ডিরেক্টর হিসেবে নিয়োগ করা হয়েছে বলে সংস্থার তরফে জানানো হয়েছে ৷

মুকেশ আম্বানি গতকাল পদত্যাগ করেন চেয়ারম্যান পদ থেকে ৷ তবে তিনি জিও প্ল্যাটফর্মস লিমিটেডের চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি নেননি ৷

আরও পড়ুন :গুগলের সঙ্গে গাঁটছড়া বেঁধে সেপ্টেম্বরেই নতুন স্মার্ট ফোন আনছে রিলায়েন্স

ABOUT THE AUTHOR

...view details