পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / business

Airtel pays for 5G spectrum 5G স্পেকট্রামের জন্য 4 বছরের বকেয়া আগেই মেটানো হয়েছে, জানাল এয়ারটেল - Airtel pays for 5G spectrum

2022 সাল পর্যন্ত 5G স্পেকট্রামের জন্য চার বছরের অগ্রিম বকেয়া পরিশোধ করেছে কোম্পানি (Airtel pays for 5G spectrum)। বুধবার জানালেন সংস্থার এমডি এবং সিইও, গোপাল ভিট্টল ৷

Airtel pays for 5G spectrum News
5G স্পেকট্রামের জন্য 4 বছরের বকেয়া আগেই মিটিয়ে দিয়েছে জানাল এয়ারটেল

By

Published : Aug 17, 2022, 8:22 PM IST

নয়া দিল্লি, 17 অগস্ট:ভারতী এয়ারটেল বুধবার জানিয়েছে, 5G নিলামে পাওয়া স্পেকট্রামের জন্য আগেই টেলিকম বিভাগকে বকেয়া 8,312.4 কোটি টাকা মিটিয়ে দিয়েছে তারা (Airtel pays for 5G spectrum)। 2022 সাল পর্যন্ত 5G স্পেকট্রামের জন্য চার বছরের অগ্রিম বকেয়া পরিশোধ করেছে কোম্পানি । ভারতী এয়ারটেলের এমডি এবং সিইও, গোপাল ভিট্টল বলেন, "চার বছরের টাকা অগ্রিম দেওয়ার ফলে আমারা ফ্রি অপারেটিংয়ের মাধ্যমে ক্যাশ ফ্লো বজায় রেখে 5G রোলআউট চালানোর অনুমতি পেয়েছি ।"

ভিট্টল আরও বলেন, "এয়ারটেল রাইটস ইস্যু থেকে 15,740.5 কোটি টাকার মূলধন উপলব্ধ করেছে যা এখনও জানানো হয়নি ৷ আমরা দেশে একটি বিশ্বমানের 5G অভিজ্ঞতা আনতে প্রস্তুত ৷" শেষ একবছরে এয়ারটেল 24,333.7 কোটি টাকা বকেয়া পরিশোধ করেছে ৷

কোম্পানির মতে, অগ্রিম অর্থপ্রদান, স্পেকট্রাম বকেয়া স্থগিতের সঙ্গেই যুক্ত ৷ চার বছরের জন্য AGR-সম্পর্কিত অর্থপ্রদান, ভবিষ্যতের ক্যাশ ফ্লো-কে বজায় রাখবে ৷ এয়ারটেল 5G রোলআউটে এককভাবে মনোনিবেশ করার জন্য সংস্থাগুলিকে উৎসর্গ করবে ৷

আরও পড়ুন: নিয়মিত ব্যবধানে মাশুল বৃদ্ধির পক্ষে সওয়াল ভোডাফোন-আইডিয়া'র

ভারত সরকার 1.50 লক্ষ কোটিরও বেশি মূল্যের 5G স্পেকট্রাম বিক্রি করেছে, যার নেতৃত্বে রিলায়েন্স জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া এবং আদানি গ্রুপের একটি ইউনিট রয়েছে ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details