পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / business

Adani Colombo Port Terminal: মার্কিন সংস্থা ডিএফসি থেকে 553 মিলিয়ন ফান্ড পাচ্ছে আদানির কলম্বো বন্দর প্রকল্প - Adani to get fund from US DFC

Adani to get fund from US DFC: আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন লিমিটেড (এপিএসইজেড) জানিয়েছে, মার্কিন সরকারের প্রতিষ্ঠান ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন (ডিএফসি) কলম্বো বন্দরে একটি গভীর জলের শিপিং কন্টেইনার টার্মিনাল তৈরিতে সহায়তা করবে ।

Adani Colombo port terminal
আদানির কলম্বো বন্দর প্রকল্প

By ETV Bharat Bangla Team

Published : Nov 8, 2023, 10:32 PM IST

নয়াদিল্লি, 8 নভেম্বর: আদানির কলম্বো বন্দর প্রকল্পে 553 মিলিয়ন বিনিয়োগ করতে চলেছে এক মার্কিন সংস্থা ৷ ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন (ডিএফসি) এই টাকা দেবে কলম্বো ওয়েস্ট ইন্টারন্যাশনাল টার্মিনাল প্রাইভেট লিমিটেড, ভারতের বৃহত্তম বন্দর অপারেটর আদানি পোর্টস অ্যান্ড এসইজেড লিমিটেড, শ্রীলঙ্কার নেতৃস্থানীয় এন্টারপ্রাইজ জন কিলস হোল্ডিংস (জেকেএইচ) ও শ্রীলঙ্কা বন্দর কর্তৃপক্ষকে। ডিএফসি হল মার্কিন সরকারের উন্নয়নমূলক আর্থিক সংস্থা।

এই আর্থিক সহায়তা সম্পর্কে আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন লিমিটেড (এপিএসইজেড) এক বিবৃতিতে বলেছে, মার্কিন ফান্ড কলম্বো বন্দরে একটি গভীর জলের শিপিং কন্টেইনার টার্মিনালের তৈরিতে সহায়তা করবে । এটি বেসরকারি ক্ষেত্রে কাজের গতিকে বৃদ্ধি করবে এবং শ্রীলঙ্কার অর্থনীতি চাঙ্গা করতে সহায়তা করবে। বিবৃতি অনুসারে, মার্কিন যুক্তরাষ্ট্র, শ্রীলঙ্কা, ভারতের সহযোগিতার মাধ্যমে স্মার্ট এবং সবুজ বন্দরের পরিকাঠামো তৈরি হবে । ডিএফসি শক্তি, স্বাস্থ্যসেবা, অবকাঠামো, কৃষি এবং ছোট ব্যবসা এবং আর্থিক পরিষেবা-সহ বিভিন্ন খাতে বিনিয়োগ করে । বিবৃতি অনুযাযী, এই প্রথম মার্কিন সরকার তার একটি সংস্থার মাধ্যমে আদানি প্রকল্পে টাকা বিনিয়োগ করছে ।

এপিএসইজেডের ডিরেক্টর এবং সিইও করণ আদানি বলেছেন, "আদানি প্রকল্পে ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশনের (ডিএফসি) বিনিয়োগকে আমরা স্বাগত জানাই।" কাজ সম্পূর্ণ হলে কলম্বো ওয়েস্ট ইন্টারন্যাশনাল টার্মিনাল প্রকল্পটি শুধু কলম্বোতেই নয়, হাজার হাজার প্রত্যক্ষ ও পরোক্ষ নতুন কর্মসংস্থানের মাধ্যমে এবং শ্রীলঙ্কার ব্যবসা-বাণিজ্য বাস্তুতন্ত্রকে ব্যাপকভাবে বৃদ্ধির মাধ্যমে, আর্থ-সামাজিক ল্যান্ডস্কেপকে বদলে দেবে ৷"

আরও পড়ুন:আদানিরা কয়লা আমদানিতে বেশি টাকা নেওয়ায় বিদ্যুতের দাম বেড়েছে, অভিযোগ রাহুলের

কলম্বো বন্দরটি ভারত মহাসাগরের বৃহত্তম এবং ব্যস্ততম ট্রান্সশিপমেন্ট বন্দর । এটি 2021 সাল থেকে 90 শতাংশেরও বেশি কাজে ব্যবহার করা হচ্ছে ৷ তাই এখন অতিরিক্ত ক্ষমতা বহনের প্রয়োজনীয়তা রয়েছে । ডিএফসি সিইও স্কট নাথান বলেন, "শ্রীলঙ্কা বিশ্বের অন্যতম প্রধান ট্রানজিট হাব, যেখানে সমস্ত কন্টেইনার জাহাজের অর্ধেক তার জলের মধ্য দিয়ে চলাচল করে ।"

ABOUT THE AUTHOR

...view details