নয়াদিল্লি, 8 নভেম্বর: আদানির কলম্বো বন্দর প্রকল্পে 553 মিলিয়ন বিনিয়োগ করতে চলেছে এক মার্কিন সংস্থা ৷ ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন (ডিএফসি) এই টাকা দেবে কলম্বো ওয়েস্ট ইন্টারন্যাশনাল টার্মিনাল প্রাইভেট লিমিটেড, ভারতের বৃহত্তম বন্দর অপারেটর আদানি পোর্টস অ্যান্ড এসইজেড লিমিটেড, শ্রীলঙ্কার নেতৃস্থানীয় এন্টারপ্রাইজ জন কিলস হোল্ডিংস (জেকেএইচ) ও শ্রীলঙ্কা বন্দর কর্তৃপক্ষকে। ডিএফসি হল মার্কিন সরকারের উন্নয়নমূলক আর্থিক সংস্থা।
এই আর্থিক সহায়তা সম্পর্কে আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন লিমিটেড (এপিএসইজেড) এক বিবৃতিতে বলেছে, মার্কিন ফান্ড কলম্বো বন্দরে একটি গভীর জলের শিপিং কন্টেইনার টার্মিনালের তৈরিতে সহায়তা করবে । এটি বেসরকারি ক্ষেত্রে কাজের গতিকে বৃদ্ধি করবে এবং শ্রীলঙ্কার অর্থনীতি চাঙ্গা করতে সহায়তা করবে। বিবৃতি অনুসারে, মার্কিন যুক্তরাষ্ট্র, শ্রীলঙ্কা, ভারতের সহযোগিতার মাধ্যমে স্মার্ট এবং সবুজ বন্দরের পরিকাঠামো তৈরি হবে । ডিএফসি শক্তি, স্বাস্থ্যসেবা, অবকাঠামো, কৃষি এবং ছোট ব্যবসা এবং আর্থিক পরিষেবা-সহ বিভিন্ন খাতে বিনিয়োগ করে । বিবৃতি অনুযাযী, এই প্রথম মার্কিন সরকার তার একটি সংস্থার মাধ্যমে আদানি প্রকল্পে টাকা বিনিয়োগ করছে ।