নয়াদিল্লি, 13 মে: জালিয়াতির অভিযোগে জোরালো ধাক্কা খাওয়ার পর ঘুরে দাঁড়াতে মরিয়া বিলিয়নেয়ার গৌতম আদানি ৷ আদানি গোষ্ঠী দুটি গ্রুপ কোম্পানিতে শেয়ার বিক্রির মাধ্যমে 21,000 কোটি টাকা (2.5 বিলিয়ন মার্কিন ডলারের বেশি) সংগ্রহ করবে বলে সিদ্ধান্ত নিয়েছে ৷ আদানি এন্টারপ্রাইজ লিমিটেড, গ্রুপের ফ্ল্যাগশিপ ফার্ম 12,500 কোটি টাকা সংগ্রহ করার পরিকল্পনা করছে এবং বিদ্যুৎ ট্রান্সমিশন কোম্পানি আদানি ট্রান্সমিশন আরও 8,500 কোটি টাকা সংগ্রহ করবে ৷ কোম্পানিগুলি স্টক এক্সচেঞ্জ ফাইলিংয়ে এ কথা জানিয়েছে ।
পুনর্নবীকরণযোগ্য শক্তি শাখার বোর্ড আদানি গ্রিন এনার্জি লিমিটেডেরও শনিবার তহবিল সংগ্রহের জন্য বৈঠক করার কথা ছিল কিন্তু সেই বৈঠক 24 মে পর্যন্ত স্থগিত করা হয় ৷ যোগ্য প্রাতিষ্ঠানিক ক্রেতাদের শেয়ার ইস্যু করার মাধ্যমে তহবিল সংগ্রহ করা হবে । বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল সূত্র জানিয়েছে, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিনিয়োগকারীরা শেয়ার কেনার ব্যাপারে প্রবল আগ্রহ প্রকাশ করেছেন ।
একটি স্টক এক্সচেঞ্জ ফাইলিংয়ে আদানি এন্টারপ্রাইজেস শনিবার বলেছে যে, তার বোর্ড "প্রতিটি কোম্পানির 1 টাকা অভিহিত মূল্যের ইক্যুইটি শেয়ার এবং/অথবা অন্যান্য যোগ্য সিকিউরিটিজ বা এর যে কোনও সংমিশ্রণ ইস্যু করার মাধ্যমে তহবিল সংগ্রহের অনুমোদন দিয়েছে ।"