নয়াদিল্লি, 5 ডিসেম্বর: সাংঘি ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে (এসআইএল) সম্পূর্ণভাবে অধিগ্রহণ করল বিলিয়নেয়ার গৌতম আদানির মালিকানাধীন অম্বুজা সিমেন্টস লিমিটেড ৷ মঙ্গলবার সংস্থার তরফে এমনটাই ঘোষণা করা হয়েছে ৷ শেয়ার প্রতি 121.90 টাকায় কোম্পানিটিকে অধিগ্রহণ করা হয়েছে ৷ এই বছরের অগস্টের শুরুতে অম্বুজা সিমেন্টস লিমিটেড তার পাবলিক শেয়ারহোল্ডারদের কাছ থেকে সাংঘি ইন্ডাস্ট্রিজের প্রতিটি 10 টাকার 26 শতাংশ ইক্যুইটি শেয়ার অধিগ্রহণের জন্য প্রতি 114.22 টাকা মূল্যের প্রস্তাব দিয়েছিল । রেগুলটরি ফাইলিংয়ে অম্বুজা সিমেন্টস বলেছিল, "সেবি রেগুলেশনস 2011-এর অধীনে কোম্পানির বাধ্যবাধকতার পরিপ্রেক্ষিতে পিএতে সংজ্ঞায়িত অফার মূল্য 121.90 টাকায় সংশোধিত হবে ৷"
এদিকে মঙ্গলবার বিকেলে সাংঘি ইন্ডাস্ট্রিজের শেয়ার 129.90 টাকায় লেনদেন হয়েছে, যা সংশোধিত অফার মূল্যের চেয়ে 6.56 শতাংশ বেশি । এসিএল একটি পৃথক বিবৃতিতে জানিয়েছে, এটি 5,185 কোটি টাকার এন্টারপ্রাইজ মূল্যে সাংঘি ইন্ডাস্ট্রিজের অধিগ্রহণ সফলভাবে সম্পন্ন করেছে ৷ সম্পূর্ণরূপে অভ্যন্তরীণ আয়ের মাধ্যমে এটি অধিগ্রহণ করা হয়েছে ৷
এসিএলের এই অধিগ্রহণের মাধ্যমে এবং গুজরাত, মহারাষ্ট্র, কর্ণাটক, কেরল রাজ্যগুলির সঙ্গে পশ্চিম উপকূলের বাজারে 15 এমটিপিএতে ক্ষমতা বাড়বে ৷ যার ফলে এসআইএল-এর স্বল্প-মূল্যের ক্লিঙ্কারের শক্তির উপর ভিত্তি করে অত্যন্ত প্রতিযোগিতামূলক খরচে তার উপকূলীয় পদচিহ্ন বৃদ্ধি করবে এসিএল ৷ এই অতিরিক্ত ক্ষমতা আগামী 30 মাসের মধ্যে কার্যকর করা হবে ৷