মুম্বই, 19 মার্চ : কোরোনার জেরে শেয়ার বাজারে ধস অব্যাহত ৷ আজ বাজার খুলতেই সেনসেক্স পড়ল 2045.75 পয়েন্ট ৷ বাজার খোলার সময়ে সেনসেক্স ছিল 27,099.32 ৷ পতন নিফটিতেও ৷ এক ধাক্কায় প্রায় 500 পয়েন্ট পড়ল নিফটি ৷
কোরোনা আতঙ্কের কারণে দালাল স্ট্রিটে রোজই নামছে সেনসেক্সের পয়েন্ট ৷ বিগত তিন বছরের ইতিহাসে গতকাল সবথেকে খারাপ পতনের সাক্ষী ছিল সেনসেক্স ৷ 29 হাজার পয়েন্টেরও নিচে 5.59 শতাংশের হিসেবে 1709 পয়েন্ট পড়েছিল সেনসেক্স ৷ গতকাল বাজার বন্ধ হওয়ার সময় সেনসেক্স ছিল 28,869 পয়েন্টে ৷ নিফটিও পড়েছিল 425 পয়েন্ট ৷ 4.75 পয়েন্ট কমে গতকাল বাজার বন্ধ হওয়ার সময়ে নিফটি ছিল 8541 পয়েন্টে ৷
আজ সকালে বাজার খোলার পরপরই পড়ল টাকার দাম ৷ অ্যামেরিকান ডলার পিছু টাকার দাম কমে দাঁড়াল 74.89 টাকা ৷ শেয়ার কমেছে ভারতি ইনফ্রটেলের ৷ 15.1 শতাংশ কমে ভারতি ইনফ্রটেলের শেয়ারের মূল্য ভারতীয় মুদ্রায় 127.15 টাকায় দাঁড়িয়েছে ৷ ইন্ডাসইন্ড ব্যাঙ্কের শেয়ারের দাম কমেছে 12.4 শতাংশ ৷ কমেছে কোটাক মাহিন্দ্রার শেয়ারের দামও ৷ বাজার খোলার পর 9.1 শতাংশ কমেছে কোটাক মাহিন্দ্রার শেয়ার ৷