দিল্লি, 2 মে : বস্ত্র রপ্তানির ক্ষেত্রে রাজ্যের লেভি (RoSL) বাবদ বকেয়া ৪৬৪.১৩ কোটি মিটিয়ে দেওয়ার অনুমতি দিয়েছে রাজস্ব দপ্তর ।
বস্ত্র রপ্তানির ক্ষেত্রে ক্ষুদ্র শিল্পগুলিকে উৎসাহ দেওয়ার জন্য এবং তাদের মধ্যে প্রতিযোগিতা বৃদ্ধির উদ্দেশে কেন্দ্রীয় সরকারের তরফে RoSL চালু করা হয়েছিল । এই প্রকল্পে যে সমস্ত সংস্থাগুলি বিদেশে বস্ত্র রপ্তানি করে থাকে তাদের ব্যবসায়ী সুবিধার জন্য রপ্তানি কর-এ একাধিক ছাড় ও লেভির সুবিধা আছে ।
ছাড় ও লেভি বাবদ যে টাকা এতদিন বকেয়া পড়ে রয়েছে তার পরিমাণ 464.13 কোটি । এই বকেয়া মেটানোর জন্য সরকারের কাছে এর আগে একাধিকবার আবেদন জানানো হয়েছিল । অবশেষে সেই আবেদনে সাড়া দিয়েছে সরকারের রাজস্ব বিভাগ । তারা RoSL প্রকল্পের নাম বর্তমানে রেমিশন অফ ডিউটিজ় বা ট্যাক্সেস অন এক্সপোর্ট প্রোডাক্ট (RoDTEP) ।
কেন্দ্রের এই সিদ্ধান্তের পরেই অ্যাপারল এক্সপোর্ট প্রমোশন কাউন্সিলের (AEPC) চেয়ারম্যান এ. শক্তিভেল একটি চিঠি লিখে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানীকে ধন্যবাদ জানান ।