নয়াদিল্লি, 29 নভেম্বর: ভারতী এয়ারটেল, ভোডাফোন আইডিয়ার পর এবার প্রিপেড রিচার্জের উপর 21 শতাংশ পর্যন্ত শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নিল রিলায়্যান্স জিও (Reliance Jio Tariffs) ৷ ডিসেম্বর থেকে এই নয়া শুল্ক নেওয়া হবে ৷ তবে শুল্ক বাড়ানো হলেও, ভারতী এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়ার (Bharti Airtel Vodafone Idea) থেকে জিওর রিচার্জ প্ল্যানের খরচ একটু হলেও কমই রয়েছে ৷
রবিবার এই শুল্কবৃদ্ধির ঘোষণা করে রিলায়্যান্স জিও (Telecom Tariff Plans) ৷ জিওফোন প্ল্যান, আনলিমিটেড প্ল্যান, ডেটা অ্যাড অনের (Jio Prepaid recharge Plans) উপর 19.6 থেকে 21.3 শতাংশ শুল্ক বসানোর সিদ্ধান্ত নিয়েছে তারা ৷ কিন্তু শুল্কবৃদ্ধি করলেও, 91 টাকায় 28 দিনের রিচার্জ প্ল্যানটি রেখে দিয়েছে জিও , অন্যান্য বেসরকারি টেলিকম সংস্থার সঙ্গে তুলনা করলে যা সর্বনিম্ন ৷ 28 দিনের ওই রিচার্জ প্ল্যানই ভারতী এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া 99 টাকায় বিক্রি করে ৷
লিখিত বিবৃতিতে জিও জানিয়েছে, ‘টেলিকম ক্ষেত্রকে শক্তিশালী করে তোলার পাশাপাশি প্রত্যেক ভারতীয়কে সত্যিকারের ডিজিটাল জীবনের অভিজ্ঞতা প্রাপ্ত করানোয় প্রতিশ্রুতিবদ্ধ জিও ৷ তাই নয়া আনলিমিটেড প্ল্যান ঘোষণা করা হল ৷ কম খরচে সেরা পরিষেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ জিও ৷ আগামী দিনেও তার সুবিধা ভোগ করবেন গ্রাহকরা ৷’
আরও পড়ুন:LPG Price Likely to Drop: অপরিশোধিত তেলের বাজারে পতন, কমতে পারে গ্যাসের দাম