ETV Bharat West Bengal

পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / business

প্রযুক্তিগত কারণে বাণিজ্য স্থগিত রাখল এনএসই - Technical Issue

প্রযুক্তিগত কারণে বাণিজ্য স্থগিত রাখল ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের তরফে একটি টুইটও করা হয়। সিস্টেম বন্ধ হয় 11টা 40 মিনিটে।

NSE
National Stock Exchange
author img

By

Published : Feb 24, 2021, 1:46 PM IST

মুম্বই, 24 ফেব্রুয়ারি: প্রযুক্তিগত কারণে আজ, বুধবার বাণিজ্য স্থগিত রাখল ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। একই কারণে স্পট নিফটি এবং ব্যাঙ্ক নিফটির সূচকের লাইভ প্রাইস কোটগুলি আপডেট করাও বন্ধ করে দিয়েছে এনএসই। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের তরফে একটি টুইটও করা হয়।

টুইটে এনএসই জানিয়েছে, আমরা যত তাড়াতাড়ি সম্ভব সিস্টেমগুলি ঠিক করার জন্য কাজ করছি। উপরের দিক থেকে সমস্ত বিভাগগুলি 11টা 40 মিনিটে বন্ধ হয়ে গিয়েছে এবং সমস্যা সমাধানের সঙ্গে সঙ্গে পুনরায় বাণিজ্যও চালু করে দেওয়া হবে।

আরও পড়ুন: বাজেটের আগে চাঙ্গা শেয়ারবাজার, সেনসেক্স চড়ল 400 পয়েন্ট

এই মুহূর্তে নিফটির সূচকের অবস্থান 14 হাজার 820 টাকা। গতকাল, মঙ্গলবার বাজার বন্ধের সময় নিফটি ছিল 35 হাজার 626 টাকা 60 পয়সা। যদিও 11টি সেক্টরের লাইভ প্রাইস কোটগুলিও জাতীয় স্টক এক্সচেঞ্জের প্রযুক্তিগত সমস্যার কারণে আপডেট করা যাচ্ছে না।

ABOUT THE AUTHOR

author-img

...view details