নয়াদিল্লি, 28 নভেম্বর: ডিসেম্বরের শুরুতেই মিলতে পারে স্বস্তি । পেট্রল-ডিজেলের (Petrol-Diesel Price) পর, এবার দাম কমানো হতে পারে রান্নার গ্যাসেরও (এলপিজি) । এক দিকে করোনার নয়া রূপ ওমিক্রনের ধাক্কা, অন্য দিকে আন্তর্জাতিক বাজারে (International Oil Market) অপরিশোধিত তেলের দামে পতন, তাতে একটু হলেও রেহাই পেতে পারেন আমজনতা (LPG Price Likely to Drop) ।
শুক্রবার ব্যারেল প্রতি ব্রেন্ট অপরিশোধিত তেলের দামে 10 ডলার (ভারতীয় মুদ্রায় 750 টাকা) পতন হয়েছে । তা বিবেচনা করে দেখে ডিসেম্বরের শুরুতে তেল সংস্থাগুলি এলপিজি-র দাম কমানোর সিদ্ধান্ত নিতে পারেন বলে দিল্লি ৷ সূত্রে এমনটাই জানা গিয়েছে । উল্লেখ্য, 2020-র পর এই প্রথম এলপিজি-র দামে একটা পতন ঘটল ।
আরও পড়ুন:India Crude Oil Release: দাম নিয়ন্ত্রণে আন্তর্জাতিক বাজারে সঞ্চয় থেকে অপরিশোধিত তেল ছাড়বে ভারত
অন্য দিকে, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড (ইপিএফও) অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযুক্ত করার সময়সীমা 30 নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে । এই সময়সীমা আর বাড়ানো হবে না বলেই দিল্লি সূত্রে খবর । তাই এ বার আধার সংযুক্ত না-করলে প্রভিডেন্ট ফান্ডের টাকা অ্যাকাউন্টে জমা পড়বে না । আবার প্রয়োজনে প্রভিডেন্ট ফান্ড থেকে টাকাও তুলতে পারবেন না গ্রাহক ।