দিল্লি,1 জানুয়ারি : কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাজেটের পরে একাধিক একাধিক জিনিসের দাম বেড়েছে ও কমেছে ৷
যেমন শুল্ক বৃদ্ধির জেরে দাম বাড়ছে জুতো, আসবাবপত্রের মত নিত্যপ্রয়োজনীয় জিনিসের । দাম বাড়ছে গাড়ির যন্ত্রাংশেরও । শুল্ক বেড়েছে সিগারেট ও অন্যান্য তামাক জাতীয় দ্রব্যের ।