পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Oct 9, 2019, 5:58 PM IST

ETV Bharat / business

সেভিংস অ্যাকাউন্টে সুদের হার কমাল SBI

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) গত সপ্তাহেই রেপো রেট কমিয়েছে ৷ রেপো রেটের হার প্রায় 135 বেসিস পয়েন্ট কমে ৷ এরপরই ভারতীয় স্টেট ব্যাঙ্কের তরফে সুদের হার কমানোর কথা ঘোষণা করা হল ৷

সেভিংস অ্যাকাউন্টে সুদের হার কমাল SBI

দিল্লি, 9 অক্টোবর : মধ্যবিত্তের জন্য ফের দুঃসংবাদ ৷ আজ সঞ্চয়ী আমানতে (সেভিংস অ্যাকাউন্ট) সুদের হার কমানোর কথা ঘোষণা করল দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক SBI ৷ এছাড়াও স্টেট ব্যাঙ্কের তরফে বিশেষ ক্ষেত্রে স্থায়ী আমানতে (FD) সুদের হার কমানোর কথাও ঘোষণা করা হয়েছে ৷ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) গত সপ্তাহেই রেপো রেট কমিয়েছে ৷ রেপো রেটের হার প্রায় 135 বেসিস পয়েন্ট কমে ৷ এরপরই ভারতীয় স্টেট ব্যাঙ্কের তরফে সুদের হার কমানোর কথা ঘোষণা করা হল ৷

SBI এতদিন পর্যন্ত সঞ্চয়ী আমানতে এক লাখ টাকা পর্যন্ত জমা রাখার ক্ষেত্রে 3.5 শতাংশ হারে সুদ দিত ৷ আজ ঘোষণা করা হয়েছে, সেই সুদের হার কমে দাঁড়াচ্ছে 3.25 শতাংশ ৷ 1 নভেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হতে চলেছে ৷ তবে এক লাখ টাকার উপরে সঞ্চয়ী আমানত বা সেভিংসের ক্ষেত্রে সুদের হার অপরিবর্তিত থাকছে ৷

আরও পড়ুন : গৃহঋণে সুদের হার কমাল SBI, সুদের হার কমল স্থায়ী আমানতেও

স্থায়ী আমানত (FD)-এর ক্ষেত্রে শুধুমাত্র এক বছর থেকে দু বছরের মেয়াদের মধ্যে স্টেট ব্যাঙ্কে সুদের হার কমানো হয়েছে ৷ এক থেকে দু' বছরের মেয়াদি আমানতের (TD) ক্ষেত্রে রিটেল TD ও বাল্ক TD-এর হার যথাক্রমে 10 বেসিস পয়েন্ট ও 30 বেসিস পয়েন্ট করা হয়েছে ৷ মাসখানেক আগে গৃহঋণের ক্ষেত্রে সুদের হার কমানোর কথা ঘোষণা করেছিল স্টেট ব্যাঙ্ক ৷ দেশে আর্থিক বৃদ্ধির হার গত ছয় বছরে সব থেকে কম । এর জেরে সরকার এবং RBI দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার উপর জোর দিয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details