পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / business

অর্থনীতিকে চাঙ্গা করতে রেপো রেট অপরিবর্তিত রাখল RBI

RBI-র গভর্নর শাক্তিকান্ত দাসের নেতৃত্বাধীন আর্থিক নীতি কমিটি (MPC) আর্থিক স্থিতিশীলতা না আসা অবধি রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ৷

RBI governor
RBI-র গভর্নর শাক্তিকান্ত দাস

By

Published : Feb 6, 2020, 6:03 PM IST

দিল্লি, 6 ফেব্রুয়ারি : মুদ্রাস্ফীতি রোধের জন্য ভারতীয় রিজ়ার্ভ ব্যাঙ্ক (RBI) রেপো হার অপরিবর্তিত রাখল ৷ অর্থাৎ ৫.১৫ শতাংশই থাকল রেপো রেট ।

RBI-র গভর্নর শাক্তিকান্ত দাসের নেতৃত্বাধীন আর্থিক নীতি কমিটি (MPC) আর্থিক স্থিতিশীলতা না আসা অবধি রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ৷ RBI-র গভর্নর শাক্তিকান্ত দাস বলেন, ‘‘আমাদের সিদ্ধান্তের মূল লক্ষ্য হল আর্থিক স্থিতিশীলতা আনা ৷’’ আর্থিক নীতি কমিটির ছয় সদস্যই রেপো রেটে স্থিতাবস্থা বজায় রাখার পক্ষে ভোট দিয়েছেন । RBI বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে যে সুদের হারে ঋণ দিয়ে থাকে, তাই-ই হল রেপো রেট ৷

RBI চলতি আর্থিক বছরে GDP বৃদ্ধির হার 5 শতাংশে রেখেছে ৷ এবং আগামী আর্থিক বছরে অর্থাৎ 2020-21 সালে GDP বেড়ে 6 শতাংশে দাঁড়াবে বলে মনে করছে ৷ তবে চলতি অর্থবর্ষে অর্থনৈতিক মন্দা এবং কর্পোরেট করে ঘাটতির কারণে সরকারের আর্থিক ঘাটতির লক্ষ্যমাত্রা ৩.৩ শতাংশ পূরণ করতে সক্ষম হবে না । আর্থিক নীতি কমিটির মতে, স্বল্প সঞ্চয় প্রকল্পে কিছু বদল আনা দরকার ৷ এছাড়া ছোটো উদ্যোগগুলিতে এককালীন পুনর্গঠন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কমিটি ।

আর্থিক নীতি কমিটির মতে, কোরোনা ভাইরাসের প্রভাবে ভারতে পর্যটন এবং বিশ্ব বাণিজ্যেও এর প্রভাব পড়বে ৷ অন্যদিকে অর্থনীতিতে মন্দার কারণে আনাজপাতির মূল্যবৃদ্ধি হতে পারে ৷ তবে এই পরিস্থিতিতে সহনশীল নীতি অনুসরণ করলে অর্থনীতির হাল ফিরতে পারে বলে মনে করছেন অনেকে ৷

ABOUT THE AUTHOR

...view details