দিল্লি, 27 মার্চ : অর্থনীতি চাঙ্গা করতে ফের রেপো রেট কমালো রিজার্ভ ব্যাঙ্ক । যে সুদের হারে রিজার্ভ ব্যাঙ্ক বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককে ঋণ দেয়, তাকেই রেপো রেট বলে । আর বিভিন্ন ব্যাঙ্কের কাছ থেকে রিজার্ভ ব্যাঙ্ক যে হারে ঋণ নেয়, তাকে বলে রিভার্স রেপো রেট ।
অর্থনীতি চাঙ্গা করতে ফের রেপো রেট কমালো রিজার্ভ ব্যাঙ্ক - coronavirus safety
ভারতীয় রিজার্ভ ব্যাংক তার মুদ্রানীতি কমিটির বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে রেপো হারকে বেসিক পাঁচটি পয়েন্ট করার ৷ যে হারে ব্যাঙ্কগুলি RBI -এর কাছ থেকে ঋণ নেবে তার হার হবে 5.15 শতাংশ থেকে 4.4 শতাংশ । রিজার্ভ ব্যাংক রিভার্স রেপো রেটও কমিয়ে দেয় । যে হারে ব্যাঙ্কগুলি তাদের অতিরিক্ত অর্থ RBI-র সঙ্গে ঋণ হিসেবে লেনদেন করবে তারও হার কমানো হয়েছে ।
আজ কিছুক্ষণ আগে দেশের শীর্ষ ব্যাঙ্কের গভর্নর সিদ্ধান্ত নিয়েছেন ব্যাঙ্কিং পরিষেবায় বেশ কিছু পরিবর্তন আনার । ভারতীয় রিজার্ভ ব্যাংক তার মুদ্রানীতি কমিটির বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে রেপো হারকে বেসিক পাঁচটি পয়েন্ট করার ৷ যে হারে ব্যাঙ্কগুলি RBI -এর কাছ থেকে ঋণ নেবে তার হার হবে 5.15 শতাংশ থেকে 4.4 শতাংশ । রিজার্ভ ব্যাংক রিভার্স রেপো রেটও কমিয়ে দেয় । যে হারে ব্যাঙ্কগুলি তাদের অতিরিক্ত অর্থ RBI-র সঙ্গে ঋণ হিসেবে লেনদেন করবে তারও হার কমানো হয়েছে । কোরোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ধারাবাহিকতাকে বজায় রাখতে RBI এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ।
বড় ছাড় দেওয়া হয়েছে ঋণের ক্ষেত্রেও । তিন মাসের জন্য ঋণ শোধের কিস্তিকে শিথিল করা হয়েছে । প্রতি মাসে ঋণশোধের পরিবর্তে তিন মাস পরে সেই ঋণ শোধ করা যাবে । এর জন্য কোনো জরিমানা দিতে হবে না সংশ্লিষ্ট ঋণ গ্রাহককে । ব্যাঙ্ক বিশেষজ্ঞ সঞ্জয় দাস বিষয়টি নিয়ে আশা প্রকাশ করে জানিয়েছেন রিজার্ভ ব্যাঙ্কের সুদূরপ্রসারি এই সিদ্ধান্তে উপকৃত হবে বহু মানুষ । আর্থিক বাজারে অস্থিরতা মুদ্রাস্ফীতিকে প্রভাবিত করতে পারে । কোরোনা ভাইরাস জনিত অনিশ্চয়তার কারণে রিজার্ভ ব্যাঙ্ক মুদ্রাস্ফীতি এবং GDP বৃদ্ধির জন্য সক্রিয় ভূমিকা নিচ্ছে ।