পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / business

দুঃস্থদের বাঁচাতে দরকার 65 হাজার কোটি, রাহুলকে বললেন রাজন

রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রাক্তন প্রধান রঘুরাম রাজন অর্থনীতিতে কোরোনা ভাইরাস প্যানডেমিকের প্রভাবের বিষয়ে আজ কথা বলেন । তিনি বলেন যে, দীর্ঘমেয়াদি লকডাউন অর্থনীতিতে খারাপ প্রভাব ফেলবে ।

Raghuram Rajan
রঘুরাম রাজন

By

Published : Apr 30, 2020, 2:23 PM IST

দিল্লি, 30 এপ্রিল : দেশের অর্থনীতিতে বিস্তর প্রভাব ফেলেছে লকডাউন । অর্থনীতি চাঙ্গা করতে একাধিক পরিকল্পনা করছে কেন্দ্র । যদিও প্রধানমন্ত্রী জানিয়েছেন দেশের অর্থনীতি স্থিতিশীল অবস্থায় রয়েছে । কিন্তু ভিন্ন কথা বলছেন বিশেষজ্ঞরা । এ রকম আরও এক তথ্য প্রকাশ্যে আনলেন বিশিষ্ট অর্থনীতিবিদ রঘুরাম রাজন । লকডাউন দেশের গরিব মানুষের আর্থিক অবস্থায় যে প্রভাব ফেলেছে সেই ক্ষতিপূরণ করতে 65 হাজার কোটি টাকা প্রয়োজন । কংগ্রেস নেতা রাহুল গান্ধির সঙ্গে ভিডিয়ো কন্ফারেন্সে এই বিষয়ে কথা বলেন রঘুরাম রাজন । কংগ্রেসের তরফে ভিডিয়োটি প্রকাশ করা হয়েছে ।

রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রাক্তন প্রধান রঘুরাম রাজন অর্থনীতিতে কোরোনা ভাইরাস প্যানডেমিকের প্রভাবের বিষয়ে আজ কথা বলেন । তিনি বলেন যে, দীর্ঘমেয়াদি লকডাউন অর্থনীতিতে খারাপ প্রভাব ফেলবে ।

লকডাউনের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে নিম্নবিত্ত অর্থাৎ দরিদ্র শ্রেণি বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা । আজ এই বিষয়েই রঘুরাম রাজনকে প্রশ্ন করেন রাহুল । গরিব মানুষের ক্ষতিপূরণ করতে ঠিক কত টাকার প্রয়োজন, প্রশ্ন করেন রাহুল গান্ধি । রঘুরাম রাজন বলেন, “আমাদের 65,000 কোটি টাকা প্রয়োজন হবে । যদিও তা যথেষ্ট নয় । এই পরিমাণ অর্থ শুধুই গরিব মানুষের জীবন বাঁচানোর জন্য ।”

রঘুরাম রাজন বলেন, “বরাবরের জন্য লকডাউনে থাকা সহজ । কিন্তু তা অর্থনীতির জন্য সঠিক নয় । আমাদের অনেক বেশি বুদ্ধিমত্তার সঙ্গে লকডাউন তুলতে হবে । সুপরিকল্পনার সঙ্গে লকডাউন তুলতে হবে । কারণ দীর্ঘদিন কোনও আর্থিক উপার্জন ছাড়াই ভারতের পক্ষে মানুষকে খাওয়ানো সম্ভব নয় । তাই আমাদের আবার সব শুরু করতে হবে পাশাপাশি সংক্রমিত ব্যক্তিকে আইসোলেটও করতে হবে ।”

বর্তমানে শিকাগো বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন রঘুরাম রাজন । 2013 সালে কংগ্রেস সরকার তাঁকে RBI-র প্রধান হিসেবে নিযুক্ত করেছিল । প্যানডেমিক মোকাবিলায় অ্যামেরিকা এবং ভারতের কার্যকারিতায় কী পার্থক্য দেখছেন, রাহুল গান্ধিকে প্রশ্ন করেন রঘুরাম । রাহুল বলেন, “বৈষম্য আমায় সবচেয়ে বেশি ক্ষুব্ধ-হতাশ করে । ভারতে প্রচুর সামাজিক পরিবর্তন প্রয়োজন । প্রত্যেক রাজ্যের আলাদা আলাদা সমস্যা রয়েছে । এই সময়টি ঐতিহাসিক । আমরা খুব কঠিন সময়ের মধ্যে রয়েছি ।”

দেশের পরিস্থিতি নিয়ে বিভিন্ন বিশেষজ্ঞ ব্যক্তির সঙ্গে কথা বলবে কংগ্রেস । ভিডিয়ো কন্ফারেন্সেই আলোচনা হবে । আজ রঘুরাম রাজনের সঙ্গে দেশের অর্থনীতি নিয়ে আলোচনা সেই কর্মসূচিরই এক অংশ ।

লকডাউনের ঘোষণার পরই দেশের অর্থনীতি নিয়েই বারবার প্রশ্ন উঠেছে । কেন্দ্রের ভূমিকা নিয়ে সমালোচনা করেছেন বিরোধীরা । যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, দেশের অর্থনীতির অবস্থা স্থিতিশীল । কেন্দ্র সব রকমভাবে চেষ্টা করছে । এই নিয়ে চিন্তিত হওয়ার প্রয়োজন নেই । এই দিকে বিভিন্ন সমীক্ষায় উঠে আসছে, লকডাউনে বাড়বে বেকারত্ব । চাকরি যাবে বহু মানুষের । বিশাল ক্ষতির মুখোমুখি উড়ান সংস্থাগুলি । দিন-মজুরদের হয়রানির খবরও প্রকাশ্যে আসছে ।

ABOUT THE AUTHOR

...view details