দিল্লি, 6 মে : লকডাউনের এক চরম প্রভাব পড়েছে ভারতীয় অর্থনীতিতে । ধুঁকছে কেন্দ্রীয় কোষাগার । এই পরিস্থিতিতে বাড়ানো হয়েছে পেট্রল ও ডিজ়েলের দাম । পেট্রল ও ডিজ়েলের দামে আবগারি শুল্ক বাড়িয়ে লাভের মুখ দেখবে কেন্দ্র । অতিরিক্ত রাজস্ব বাবদ প্রায় 1.6 লাখ কোটি টাকা লাভ করবে । লকডাউনের কারণে বাণিজ্য প্রায় বন্ধ, সেক্ষেত্রে এই আর্থিক-আমদানি অর্থনীতিকে কিছুটা হলেও চাঙ্গা করবে বলে মনে করছে বিশেষজ্ঞের একাংশ ।
গত সন্ধেতে পেট্রল ও ডিজ়েলের দামে আবগারি শুল্ক বাড়িয়েছে কেন্দ্র । পেট্রলের দাম লিটার প্রতি 10 টাকা এবং ডিজ়েলের দাম লিটার প্রতি 13 টাকা বাড়ানো হয়েছে । অথচ, আন্তর্জাতিক স্তরে তেলের দাম কমেছে । বিশেষজ্ঞরা বলছেন দুই দশকে তেলের দাম এই পরিমাণ কমেনি ।
দুই মাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার আবগারি শুল্ক বৃদ্ধি হল । এই মূল্যবৃদ্ধি সরকারকে 2019-20 বছরে অতিরিক্ত রাজস্ব বাবদ 1.7 লাখ কোটি টাকা এনে দেবে বলে জানিয়েছেন শিল্পপতিরা ।