"দ্বিতীয় মোদি সরকার সত্যিই প্রশংসনীয়", বললেন BJP - র জাতীয় মুখপাত্র গোপাল আগরওয়াল ৷ তিনি বলেন, নরেন্দ্র মোদি দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর মাত্র 100 দিনের মধ্যে মোট 36 টি আইন কার্যকর করেছেন ৷ বিভিন্ন ক্ষেত্রে 16 কোটি টাকা বিনিয়োগ করেছেন ৷ অনেক স্টার্ট আপ ব্যবসাও বাজারে এসেছে ৷
"দ্বিতীয় মোদি সরকার সত্যিই প্রশংসনীয়" - 5 ট্রিলিয়ন অর্থনীতি
মোদি সরকার এখনও পর্যন্ত মোট 36 টি আইন কার্যকর করেছে ৷ দেশের আইন যত উন্নত হবে দেশের সমাজ ব্যবস্থা তত উন্নত হবে ৷ 2025 - এর মধ্যে ভারতকে 5 ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত করতে এবং 2022 সালের মধ্যে কৃষিগত আয় দ্বিগুণ করতে প্রয়োজনীয় পদক্ষেপ করছে এই সরকার ৷
তিনি বলেন, মোদি সরকার এখনও পর্যন্ত মোট 36 টি আইন কার্যকর করেছে ৷ দেশের আইন যত উন্নত হবে দেশের সমাজ ব্যবস্থা তত উন্নত হবে ৷ 2025 - এর মধ্যে ভারতকে 5 ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত করতে এবং 2022 সালের মধ্যে কৃষিগত আয় দ্বিগুণ করতে প্রয়োজনীয় পদক্ষেপ করছে এই সরকার ৷ শুধুমাত্র তাই নয়, দেশের 27 টি ব্যাঙ্ককে সংযুক্তিকরণ করে 12 টি করার সিদ্ধান্তও অভাবনীয় ৷ বর্তমানে GDP অর্থাৎ দেশীয় পণ্যের হারের পতনের প্রশ্নের উত্তরে তিনি বলেন, সরকার অনেক রকম সিদ্ধান্ত নিচ্ছে ৷ GDP - র হার অনেক অংশে উঠেছে আবার নেমেছে ৷ কিন্তু এরপরেও বিভিন্ন বেসরকারি কোম্পানি মুনাফা করছে ৷ নরেন্দ্র মোদির দ্বিতীয় সরকারের সময়ে বহু ক্ষুদ্র বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠিত হয়েছে ৷ তবুও GDP - র হারের বিষয়ে সরকার যথেষ্ট উদ্বিঘ্ন ৷
শুধু তাই নয় সরকার তথ্য প্রযুক্তি ও E - বাণিজ্যে উন্নতির জন্যও বিনিয়োগ করেছে ৷ এছাড়াও অটো ও টেক্সটাইল শিল্পেও উন্নতির চেষ্টা করছে ৷ এই প্রকল্পগুলিতে আর্থিক প্যাকেজ দেওয়ার বিষয়েও নজর দেওয়া হচ্ছে ৷ আগরওয়াল বলেন, "আমরা ভারতকে অর্থনীতির দিক থেকে বিশ্বের দ্রুত বর্ধনশীল হিসেবে বিবেচনা করতে পারি" ৷ তিনি আরও বলেন, সরকার সমাজের বিভিন্ন খাতে সংস্কারের জন্য 16 কোটি টাকা বিনিয়োগ করেছে ৷ মাত্র 100 দিনেই এই সরকার বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করেছে ৷
TAGGED:
5 ট্রিলিয়ন অর্থনীতি