দিল্লি, 24 মার্চ : কোরোনা মোকাবিলায় লকডাউনের ঘোষণার পর এবার আর্থিক ক্ষেত্রে আমজনতার পাশে দাঁড়াল কেন্দ্র । বেশকিছু আর্থিক ছাড়ের কথা ঘোষণা করলেন নির্মলা সীতারমন । আয়কর, GST, কাস্টমস, MCA, IBC, ফিশারি, ব্যাঙ্কিং ও বাণিজ্য সংক্রান্ত একাধিক ক্ষেত্র যুক্ত করা হয়েছে এই আর্থিক ছাড়ের মধ্যে ।
লকডাউন : একগুচ্ছ আর্থিক ছাড় কেন্দ্রের - COVID 19 latest news
লকডাউনের জেরে আর্থিক সমস্যার মুখে ব্যবসায়ী থেকে শুরু করে আমজনতা । এবার তাদের পাশে দাঁড়াতে একগুচ্ছ আর্থিক ছাড়ের কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ।
ছবি
জেনে নিন কী কী ক্ষেত্রে ছাড় পাচ্ছেন ?
- 2018-19 অর্থবর্ষের আয়কর জমা দেওয়ার শেষ তারিখ বাড়িয়ে 30 জুন পর্যন্ত করা হয়েছে ।
- দেরিতে টাকা জমা দেওয়ার ক্ষেত্রে সুদের হার 12 শতাংশ থেকে কমিয়ে 9 শতাংশ পর্যন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
- TDS-এর ক্ষেত্রে দেরিতে টাকা জমা দেওয়ায় সুদের হার 18 শতাংশ থেকে কমিয়ে 9 শতাংশ পর্যন্ত করা হয়েছে ।
- আধার কার্ডের সঙ্গে PAN কার্ড সংযুক্ত করার অন্তিম সীমাও 30 জুন পর্যন্ত বাড়ানোর হয়েছে ।
- 'বিবাদ সে বিশ্বাস', 'সবকা বিশ্বাস' প্রকল্পের দিনও 30 জুন পর্যন্ত বাড়ানো হয়েছে ।
- মার্চ, এপ্রিল ও মে মাসের GST জমা দেওয়ার শেষ তারিখও 30 জুন পর্যন্ত বাড়ানো হয়েছে । যেসব কোম্পানির বার্ষিক লেনেদেন পাঁচ কোটি টাকার কম, তাদের GST দেওয়ার ক্ষেত্রে কোনও বাড়তি সুদ বা মাশুল দেওয়ার প্রয়োজন হবে না । বাকিদেরও GST খাতে সুদের হার কমিয়ে 9 শতাংশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।