পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / business

প্রাক-বাজেট আলোচনায় অর্থমন্ত্রী কোথায়? প্রশ্ন বিরোধীদের - union budget 2020

গতকাল কেন্দ্রীয় বাজেট প্রসঙ্গে দেশের সেরা অর্থনীতিবিদদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী । বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । কিন্তু অনুপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন । তাঁর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে ।

nirmala
নির্মলা

By

Published : Jan 10, 2020, 8:50 AM IST

দিল্লি, 10 জানুয়ারি : কেন্দ্রের প্রাক-বাজেট আলোচনা বৈঠকে অর্থমন্ত্রীর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে । কেন্দ্রীয় বাজেট নিয়ে একাধিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আলোচনা হয়েছে দেশের সেরা অর্থনীতিবিদদের সঙ্গে । কিন্তু সেই বৈঠকে উপস্থিত ছিলেন না স্বয়ং অর্থমন্ত্রী, যা ইতিমধ্যে জল্পনা তৈরি করেছে বিরোধীমহলে । দুই পক্ষের মধ্যে চলেছে টুইট চালাচালি ।

গতকাল কেন্দ্রীয় বাজেট প্রসঙ্গে দেশের সেরা অর্থনীতিবিদদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী । বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । কিন্তু অনুপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন । তাঁর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে । বাজেট ইশুতে সোমবার শিল্পপতিদের সঙ্গেও বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী । সেখানেও অর্থমন্ত্রীর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে ।

প্রধানমন্ত্রী মোদি 40 জন অর্থনীতিবিদ, শিল্পপতি, অভিজ্ঞ ব্যক্তি, ব্যাঙ্ককর্মীদের সঙ্গে আলোচনা করেন । কেন্দ্রীয় বাজেটের লক্ষ্য, ক্রেডিট গ্রোথ নিয়ে আলোচনা হয় দু ঘণ্টার বৈঠকে । পরে নির্মলা সীতারমন BJP- প্রধান কার্যালয়ে প্রাক-বাজেট আলোচনায় অংশ নিয়েছেন ।

নির্মলা সীতারমনের অনুপস্থিতিকে নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস । কংগ্রেসের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে টুইট করা হয়, 'একজন মহিলার কাজ করার জন্য কতজন পুরুষের প্রয়োজন?' সেই টুইটের উত্তর দিয়েছে অর্থমন্ত্রীর অফিস । টুইট করে লেখা হয়, 'স্যার, মন্ত্রীরা অভিজ্ঞ ব্যক্তি, অর্থনীতিবিদদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনা শুরু করেছেন । তিনিও বাজেটের আগে বিভিন্ন প্রয়োজনীয় বৈঠক করছেন ।'

ABOUT THE AUTHOR

...view details