দিল্লি, 10 জানুয়ারি : কেন্দ্রের প্রাক-বাজেট আলোচনা বৈঠকে অর্থমন্ত্রীর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে । কেন্দ্রীয় বাজেট নিয়ে একাধিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আলোচনা হয়েছে দেশের সেরা অর্থনীতিবিদদের সঙ্গে । কিন্তু সেই বৈঠকে উপস্থিত ছিলেন না স্বয়ং অর্থমন্ত্রী, যা ইতিমধ্যে জল্পনা তৈরি করেছে বিরোধীমহলে । দুই পক্ষের মধ্যে চলেছে টুইট চালাচালি ।
গতকাল কেন্দ্রীয় বাজেট প্রসঙ্গে দেশের সেরা অর্থনীতিবিদদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী । বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । কিন্তু অনুপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন । তাঁর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে । বাজেট ইশুতে সোমবার শিল্পপতিদের সঙ্গেও বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী । সেখানেও অর্থমন্ত্রীর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে ।