কেন্দ্রীয় সরকার মঙ্গলবার দেশের 37টি রাজ্য এবং কেন্দ্রশাসিত এলাকাকে জরুরি ভিত্তিতে ইন্টিগ্রেটেড জিএসটি-এর (আইজিএসটি) বরাদ্দ হিসাবে 14,000 কোটি টাকা দিয়েছে । এই অর্থ কেন্দ্র সংগ্রহ করলেও গোটাটাই কেন্দ্র এবং রাজ্যগুলির মধে্য সমানভাবে ভাগ করে দেওয়া হয়েছে । এছাড়াও কেন্দ্রের তরফে জিএসটি ক্ষতিপূরণ হিসাবে শনিবার রাজ্য ও কেন্দ্রশাসিত এলাকাগুলির জন্য 30,000 কোটি টাকা দেওয়া হয়েছে । মঙ্গলবার অর্থ মন্ত্রকের তরফে এই কথা ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার ‘আইজিএসটি সেটলমেন্ট’ হিসাবে 14,000 কোটি টাকা পাঠানোর সঙ্গে সঙ্গেই কেন্দ্র রাজ্য ও কেন্দ্রশাসিত এলাকাগুলিকে মোট 44,000 কোটি টাকাও পাঠিয়েছে জিএসটি ক্ষতিপূরণের বকেয়া এবং আইজিএসটি ‘সেটলমেন্ট’ হিসাবে ।
অর্থ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, “2020-21-এ এখনও পর্যন্ত মোট যে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, তার পরিমাণ হল 70,000 কোটি টাকা।”
কেন্দ্র রাজ্যগুলিকে পাঁচ বছর ধরে ক্ষতিপূরণ দেবে
জিএসটি (রাজ্যগুলিকে ক্ষতিপূরণ) আইন 2017-এর আওতায় কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে পাঁচ বছর ধরে ক্ষতিপূরণ দিতে আইনত বাধ্য যদি কোনও কারণে রাজ্যগুলির রাজস্ব সংগ্রহে কোনও ঘাটতি দেখা দেয়, সেই সমস্ত করের জন্য যা জিএসটি-র অর্ন্তভুক্ত, 2017 সালের জুলাইয়ে নতুন কর আইন কার্যকর হওয়ার পর থেকেই । ক্ষতিপূরণের অঙ্ক হিসাব করা হয় কোনও রাজে্যর রাজস্ব সংগ্রহের 14 শতাংশ কম্পাউন্ড বছর থেকে বছর বৃদ্ধি ধরে নিয়ে । যদিও এই বছর কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে জিএসটি ক্ষতিপূরণের অঙ্ক মেটানোর অসমর্থতার কথা জানিয়েছে কারণ কেন্দ্রের রাজস্ব সংগ্রহ (যার মধে্য রয়েছে জিএসটি কমপেনসেশন সেস সংগ্রহের বিষয়টিও) এবার কোভিড-19 বিশ্বব্যাপী প্যানডেমিকের জেরে বড়সড় ধাক্কার মুখে পড়েছে । এর ফলে, দেশের মনে করা হচ্ছে, দেশের জিডিপি চলতি অর্থবর্ষে 8 শতাংশ ঘাটতির মুখে পড়বে এবং এবছর রাজস্ব সংগ্রহেও ঘাটতি হবে 30 থেকে 35 শতাংশ।
রাজস্ব সংগ্রহ এবং জিএসটি কমপেনসেশন সেস সংগ্রহে এই চড়া পতনের কারণে কেন্দ্র রাজ্যগুলিকে বলেছে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে খোলা একটি বিশেষ উইনডো থেকে ঋণ নিতে, যাতে তারা তাদের রাজস্ব সংগ্রহে ঘাটতি মেটাতে পারে। পরে এই অর্থ কেন্দ্র মিটিয়ে দেবে জিএসটি কমপেনসেশন সংগ্রহের মেয়াদ পাঁচ বছরের থেকে বাড়িয়ে দিয়ে ।
অর্থমন্ত্রক জানিয়েছে, জিএসটি কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, পর পর 1,10,208 কোটি টাকার ঋণও রাজ্য ও কেন্দ্রশাসিত এলাকাগুলিকে দেওয়া হয়েছে চলতি অর্থবর্ষে জিএসটি কমপেনসেশন দেওয়ার ঘাটতির পরিবর্তে ।
আরও পড়ুন: GST এর ক্ষতিপূরণ দেওয়া নিয়ে অচলাবস্থা
63,000 কোটি টাকার জিএসটি এখনও বকেয়া