দিল্লি, 23 অক্টোবর : GST কমপেনসেশন খাতের ঘাটতি মেটাতে বিশেষ ঋণ নিল কেন্দ্র । প্রথম ধাপে 16 টি রাজ্য ও দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য 6 হাজার কোটি টাকা ঋণ নিয়ে সেই টাকা নির্দিষ্ট খাতে জমা করা হয়েছে ।
2020-21 সালের GST সংগ্রহের ঘাটতি মেটাতে কেন্দ্র একটি বিশেষ ঋণের উইন্ডো তৈরি করেছে। 21 টি রাজ্য এবং 2 টি কেন্দ্রশাসিত অঞ্চল GST কমপেনসেশনের জন্য অর্থমন্ত্রকের ব্যাক-টু-ব্যাক ঋণের এই বিশেষ উইন্ডোর সুবিধা নেওয়ার পথ বেছে নিয়েছে । এর মধ্যে পাঁচটি রাজ্যের GST কমপেনসেশন খাতে কোনও ঘাটতি নেই ।
আরও পড়ুন : GST ঘাটতি পূরণের বিকল্প পথ বাছল 21 রাজ্য
কেন্দ্র যে 6 হাজার কোটি টাকা ঋণ নিয়েছে তা অন্ধ্রপ্রদেশ, অসম, বিহার, গোয়া, গুজরাত, হরিয়ানা, হিমাচলপ্রদেশ, কর্ণাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, মেঘালয়, ওড়িশা, তামিলনাড়ু, ত্রিপুরা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং দিল্লি এবং জম্মু ও কাশ্মীরের খাতে জমা করা হয়েছে । যে ঋণ নেওয়া হয়েছে তাতে সুদের হার 5.19 শতাংশ । এই ছয় হাজার কোটি টাকা সাপ্তাহিক হিসাবে রাজ্যগুলিকে জন্য দেওয়া হবে ।
GST কমপেনসেশনের ঘাটতি মেটাতে কেন্দ্র বিশেষ উইন্ডোর মাধ্যমে রাজ্যগুলির জন্য 1 লাখ 10 হাজার কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা করেছে ।