দিল্লি, 3 অক্টোবর : করোনা সংক্রমণ ও লকডাউনের সময় ঋণের কিস্তির উপর মোরাটোরিয়ামের সুবিধা নেওয়া গ্রাহককে বাড়তি সুদ দিতে হবে না । MSME এবং অন্য ঋণগ্রহীতাদের 2 কোটি টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । শুক্রবার সুপ্রিম কোর্টে একথা জানাল কেন্দ্র।
সুপ্রিম কোর্টে দেওয়া একটি হলফনামায় কেন্দ্র বলেছে, "ক্ষুদ্র ঋণগ্রহীতাদের ঐতিহ্য অব্যাহত রাখার" সিদ্ধান্ত নিয়েছে তারা । MSME ঋণের সুদের উপর সুদ, শিক্ষা ঋণ, আবাসন ঋণ, ক্রেডিট কার্ডের বকেয়া, অটো ঋণ, ব্যক্তিগত ঋণ এবং গ্রাহক ঋণের ক্ষেত্রে এই ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । তবে এই সমস্ত ঋণ 2 কোটি টাকার বেশি হলে ছাড় প্রযোজ্য হবে না ।
ঋণ গ্রহীতাদের স্বস্তি দিতে EMI-র উপর 6 মাসের স্থগিতাদেশ অথবা মোরাটোরিয়ামের অনুমতি দিয়েছিল ভারতীয় রিজ়ার্ভ ব্যাঙ্ক (RBI)। কিন্তু ওই সময়কালে EMI-র উপর বাড়তি সুদ নেওয়া হবে কি না, তা নিয়েই মামলা গড়ায় সুপ্রিম কোর্টে । সেই মামলার জেরেই শীর্ষ আদালতের নির্দেশে হলফনামা জমা করল কেন্দ্র।