পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / business

আগামীকাল থেকে ব্যাঙ্ক পরিষেবা মিলবে 4 ঘণ্টা - bank news

সকাল 10টা থেকে বেলা 2টো পর্যন্ত প্রত্যেকটি ব্যাঙ্কে পরিষেবা মিলবে। সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত কলকাতা সার্কেলের সব ব্যাঙ্কে পরিষেবা পাওয়া যেত এতদিন। কোরোনা ভয়ানক আকার নিয়েছে ৷ এরাজ্যে ঘোষিত হওয়ায়, পরিষেবার সময় কমিয়ে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশনের সম্পাদক সঞ্জয় দাস।

আগামীকাল থেকে ব্যাঙ্ক পরিষেবা মিলবে 4 ঘণ্টা, জানালেন সংগঠনের সম্পাদক
আগামীকাল থেকে ব্যাঙ্ক পরিষেবা মিলবে 4 ঘণ্টা, জানালেন সংগঠনের সম্পাদক

By

Published : Mar 23, 2020, 7:06 PM IST

Updated : Mar 24, 2020, 12:04 AM IST

কলকাতা, 23 মার্চ : কোরোনা ভাইরাসের সতর্কতার জন্য আগামীকাল থেকে রাজ্যের সবকটি ব্যাঙ্কে পরিষেবার সময়সীমা কমিয়ে দেওয়া হচ্ছে। এবার থেকে চার ঘণ্টা মিলবে পরিষেবা ৷ সকাল 10টা থেকে বেলা 2টো পর্যন্ত প্রত্যেকটি ব্যাঙ্কে পরিষেবা মিলবে। সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত কলকাতা সার্কেলের সব ব্যাঙ্কে পরিষেবা পাওয়া যেত এতদিন। কোরোনা ভয়ানক আকার নিয়েছে ৷ এরাজ্যে ঘোষিত হওয়ায়, পরিষেবার সময় কমিয়ে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশনের সম্পাদক সঞ্জয় দাস।

আজ কিছুক্ষণ আগে রাজ্য স্তরের ব্যাঙ্ক অফিসার এবং কর্মী ইউনিয়ন অর্থাৎ স্টেট লেভেল ব্যাঙ্কার্স কমিটি সিদ্ধান্ত নিয়েছে, প্রতি পাঁচ কিলোমিটারে একটি করে ব্যাঙ্ক খোলা থাকবে। মারণ রোগের ভয়াবহতার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশনের সম্পাদক সঞ্জয় দাস।

কী বলছেন অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশনের সম্পাদক ?

একটি ব্যাঙ্কের একাধিক শাখা পাঁচ কিলোমিটারের মধ্যে খোলা থাকবে না বলে তিনি জানিয়েছেন। যদিও রাজ্যের সমস্ত গ্রামে ব্যাঙ্কের শাখা খোলা থাকবে। পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, 59 শতাংশ কর্মী নিয়েই ব্যাঙ্কগুলি পরিষেবা দেবে। অতিরিক্ত নজর দেওয়া হচ্ছে ATM গুলিতে। সর্বদা পর্যাপ্ত টাকা থাকবে রাজ্যের সমস্ত ATM-এ, এমনই জানিয়েছেন তিনি। নগদ টাকার ঘাটতি যাতে না হয় প্রত্যেকটি ব্যাঙ্ক সেদিকে নজর রাখবে। আগামীকাল থেকে সকাল 10টা থেকে বিকেল 4টের পরিবর্তে সকাল 10টা থেকে বেলা 2টো পর্যন্ত পরিষেবা মিলবে। পরিবহন ব্যবস্থা শিথিল হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সঞ্জয় দাস।

গ্রাহকদের কাছে তাঁর আবেদন, পরিবর্তিত পরিস্থিতিতে নিঃসংকোচে যতটা সম্ভব ইন্টারনেট ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং এবং ATM-এর ব্যবহার করার পরামর্শ দিয়েছেন তিনি। পরিস্থিতি স্বাভাবিক হলে ব্যাঙ্কের পরিষেবাও স্বাভাবিক হবে বলে তিনি জানিয়েছেন।

Last Updated : Mar 24, 2020, 12:04 AM IST

ABOUT THE AUTHOR

...view details