পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / business

লকডাউনে ধুঁকছে রাজ্য অর্থনীতি, তাদের উদ্ধার করবে কেন্দ্র ? - sgst

তেলাঙ্গানা, উত্তরপ্রদেশসহ একাধিক রাজ্য ক্ষতির মুখোমুখি । তার অন্যতম কারণ, আয় ও ব্যয়ের মধ্যে সামঞ্জস্য করতে পারছে না রাজ্যগুলি । তারা আশা করেছে, এই যুদ্ধপরিস্তিতিতে কেন্দ্রের তরফে আর্থিক প্যাকেজ পাওয়া যেতে পারে । অর্থনৈতিক ধ্বসের মুখোমুখি হতে পারে রাজ্যগুলি । কেন্দ্রকেই এই পরিস্থিতিতে রাজ্যগুলিকে উদ্ধার করতে হবে  ।

lockdown shatters state finances
লকডাউনে ধুঁকছে রাজ্য অর্থনীতি

By

Published : May 6, 2020, 12:13 PM IST

হায়দরাবাদ, 6 মে : কোরোনা সংক্রমণ মানুষের স্বাস্থ্যে এবং জনজীবনে প্রভাব ফেলেছে । একইভাবে দেশের অর্থনীতিতেও থাবা বসিয়েছে এই ভাইরাস । কয়েকটি দেশ যারা সঠিক পদক্ষেপ করতে পারেনি , সেখানে মৃতের সংখ্যা বেশি । বিপরীতে যে দেশগুলি সংক্রমণ রুখতে লকডাউনের মতো পদক্ষেপ করেছে তারা আর্থিক মন্দার সঙ্গে লড়ছে । ভারতের মতো তৃতীয় বিশ্বের এক উন্নয়নশীল দেশের কাছে এই পরিস্থিতি আরও কঠিন ও ভয়াবহ । একাধিক শিল্পপতি এবং অর্থনীতিবিদরা বলছেন, ভাইরাসের কারণে যত মানুষ মারা যাচ্ছেন তাঁর চেয়ে অনেক বেশি মানুষ অনাহারে মারা যাবেন ।

এই কথা সত্যি যে, ছয় সপ্তাহের লকডাউন ইতিমধ্যেই দেশকে এক কঠিন পরিস্থিতিতে নিয়ে এসেছে । একাধিক শিল্প প্রতিষ্ঠান বন্ধ । প্রচুর মানুষ চাকরি হারাবেন বলে ইতিমধ্যেই আশঙ্কা করেছেন বিশেষজ্ঞরা । মার্চ-এপ্রিলে বেড়েছে বেকারত্বের হারও । কিন্তু এই পরিস্থিতির মোকাবিলা করবে কীভাবে ? যেখানে প্রত্যেক দেশবাসীকে সুরক্ষা দেওয়া সরকারের সাংবিধানিক দায়িত্ব । সবথেকে কঠিন পরিস্থিতির মুখোমুখি দিন আনা-দিন খাওয়া মানুষ । বন্ধ রুজি-রুটি । অর্থনীতিকে চাঙ্গা করতে একাধিক পদক্ষেপ করছে কেন্দ্র, কিন্তু সেই পদক্ষেপ আখেড়ে কতটা লাভবান বা সাধারণ মানুষের উপর তার প্রভাব পড়ছে কি না সেই নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে বিশেষজ্ঞদের একাংশ ।

কর-রাজস্ব বাবদ রাজ্যগুলি পায় 46 শতাংশ । নন-ট্যাক্স রাজস্ববাবদ রাজ্যগুলি পায় আট শতাংশ । এবং বাকি পরিমাণ হল কেন্দ্রীয় কর, 26 শতাংশ ও অনুদান 20 শতাংশ । রাজ্যগুলির জন্য আয়ের অন্যতম উৎস হল SGST (39.9 শতাংশ), পেট্রলজাত দ্রব্যে VAT(21.5 শতাংশ), আবগরি (11.9 শতাংশ), স্ট্যাম্পস-রেজিস্ট্রেশন (11.2 শতাংশ) এবং যানবাহন-কর (5.7 শতাংশ) । এই আয় লকডাউনের কারণে বন্ধ ।

তেলাঙ্গানা, উত্তরপ্রদেশসহ একাধিক রাজ্য ক্ষতির মুখোমুখি । তার অন্যতম কারণ, আয় ও ব্যয়ের মধ্যে সামঞ্জস্য করতে পারছে না রাজ্যগুলি । তারা আশা করেছে, এই যুদ্ধ পরিস্থিতিতে কেন্দ্রের তরফে আর্থিক প্যাকেজ পাওয়া যেতে পারে । অর্থনৈতিক ধ্বংসের মুখোমুখি হতে পারে রাজ্যগুলি । কেন্দ্রকেই এই পরিস্থিতিতে রাজ্যগুলিকে উদ্ধার করতে হবে ।

ভারতীয় অর্থনীতিতে সমবায় ফেডেরালিজ়মের মতো ভাবনা দশকের পর দশক ধরে এক সাধারণ বিষয় । কিন্তু রাজ্যের আর্থিক-স্বাধীনতা এক মরিচীকার মতোই । সমীক্ষা বলছে, কোরোনা ভাইরাসের সংক্রমণের কারণে কেন্দ্রের থেকেও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যগুলি । তাদের আর্থিক ব্যবস্থা এবং পরিকাঠামো । কোরোনা সংকটে প্রয়োজনীয় তহবিল এবং নিত্য ব্যায়ের সামঞ্জস্য কীভাবে করবে সেই বিষয়ে রাজ্যগুলি সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে প্রতিনিয়ত ।

কেরালা কেন্দ্রের থেকে বকেয়া GST-র আদায়ের কথা ভেবেছে । অন্য রাজ্যগুলি অন্যভাবে চেষ্টা করছে । কিন্তু রাজ্যগুলির একাধিক পদক্ষেপের পরেও একমাত্র যখন কেন্দ্রের তরফে সঠিক কোনও সিদ্ধান্ত নেওয়া হবে । রাজ্যগুলির পরিস্থিতি বুঝে আর্থিক সাহায্যর কথা কেন্দ্র ভাববে, তখনই COVID-19-র মোকাবিলায় সম্পূর্ণভাবে প্রস্তুত হতে পারবে রাজ্যগুলি ।

ABOUT THE AUTHOR

...view details