পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / business

Family Pension : রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে পারিবারিক পেনশনের পরিমাণ বৃদ্ধিতে সায় কেন্দ্রের - PSB

কেন্দ্রের সঙ্গে ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনের গত বছরের 11 নভেম্বর একটি দ্বিপাক্ষিক আলোচনা হয় ৷ সেখানেই এই প্রস্তাব দেওয়া হয় ৷ সেটাই এবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী মেনে নিলেন বলে জানানো হয়েছে ৷

centre approves bank employees family pension to be increased to 30% of last pay drawn
Family Pension : রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে পারিবারিক পেনশনের পরিমাণ বৃদ্ধিতে সায় দিল কেন্দ্র

By

Published : Aug 25, 2021, 8:07 PM IST

কলকাতা, 25 অগস্ট : রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক কর্মচারীদের পরিবারের জন্য সুখবর শোনাল কেন্দ্রীয় সরকার ৷ ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনের তরফে দেওয়া প্রস্তাব মেনে নিয়েছে কেন্দ্র ৷ এখন থেকে কোনও কর্মচারীর শেষ বেতনের 30 শতাংশ পারিবারিক পেনশন হিসেবে দেওয়া হবে ৷ এর ফলে ব্যাঙ্ক কর্মচারীদের পরিবারের পেনশন 30 থেকে 35 হাজার টাকা বৃদ্ধি পেতে চলেছে ৷

আরও পড়ুন :Narendra Modi : ঝুঁকি নিন, বেসরকারি ক্ষেত্র ছাড়া আত্মনির্ভর ভারত তৈরি সম্ভব নয় : প্রধানমন্ত্রী

বুধবার এই ঘোষণা করেছেন অর্থমন্ত্রকের ফিনান্সিয়াল সার্ভিসের সচিব ৷ মুম্বইতে যে সাংবাদিক বৈঠকে তিনি এই ঘোষণা করেন, সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনও ৷

কেন্দ্রের সঙ্গে ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনের গত বছরেরে 11 নভেম্বর একটি দ্বিপাক্ষিক আলোচনা হয় ৷ সেখানেই এই প্রস্তাব দেওয়া হয় ৷ সেটাই এবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী মেনে নিলেন বলে জানানো হয়েছে ৷

আরও পড়ুন :Sensex-Nifty : প্রথমবার 54 হাজার পার সেনসেক্স, নিফটি উঠল 16200-তে

কেন্দ্রের তরফে জানানো হয়েছে যে এর আগে 15, 20 ও 30 শতাংশ হিসেবে পারিবারিক পেনশন মিলত ৷ যার সর্বাধিক পরিমাণ ছিল 9284 টাকা ৷ এবার সেটাই বাড়িয়ে দেওয়া হল ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনের প্রস্তাব মতো ৷

এছাড়া কর্মচারীদের এনপিএস-এ এখন ব্যাঙ্কগুলির তরফে 10 শতাংশ করে দেওয়া হয় ৷ সরকার সেটা বাড়িয়ে 14 শতাংশ করার বিষয়ে সম্মতি দিল ৷ এদিন কেন্দ্রের তরফে এই ঘোষণাও করা হয়েছে ৷

আরও পড়ুন :Reliance Jio new data plan : জরুরি ভিত্তিতে ইন্টারনেট ব্য়ালান্স ঋণ হিসাবে পাবেন গ্রাহকরা

কেন্দ্রীয় সরকারের এই দুই সিদ্ধান্তের রাষ্ট্রয়ত্ত ব্যাঙ্কের পারিবারিক পেনশন যাঁরা পান, তাঁদের উপকার হবে ৷ অন্যদিকে কর্মচারীদের এনপিএস-এ সঞ্চয়ের পরিমাণও বেড়ে গেল ৷

ABOUT THE AUTHOR

...view details