দিল্লি, 16 জানুয়ারি :ভারতীয় ও বিদেশি সংস্থাগুলির মধ্যে কর কাঠামোয় কেন পার্থক্য থাকবে, সেই প্রশ্ন তুলল ইউকে-ইন্ডিয়া বিজনেস কাউন্সিল বা ইউকেআইবিসি৷ তারা এই কর কাঠামোর ক্ষেত্রে সামঞ্জস্য আনার দাবি তুলেছে৷ আগামী অর্থবর্ষের জন্য কেন্দ্রীয় বাজেটের সময় এগিয়ে আসছে৷ আগামী 1 ফেব্রুয়ারি বাজেট পেশ হবে সংসদে৷ তার আগে এই দাবি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে৷ তাদের তরফে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের কাছেও এই দাবি করা হয়েছে বলে জানা গিয়েছে৷
শিল্পমহল থেকে জানা গিয়েছে যে এখন বিদেশি সংস্থাগুলিকে 43.68 শতাংশ কর দিতে হয়৷ সেখানে ভারতীয় সংস্থাগুলি দেয় 25.17 শতাংশ৷ শিল্পের একই ক্ষেত্রে একই রকম কর কাঠামো থাকে বিশ্বের অন্য দেশে৷ এমনটাই দাবি করেছেন ইউকেআইবিসি-র গ্রুপ সিইও জয়ন্ত কৃষ্ণা৷ উল্লেখ্য, এই সংগঠনটি ভারত ও ব্রিটেনের মধ্যে বাণিজ্য ও ব্যবসা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতার কাজ করে৷
জয়ন্ত কৃষ্ণা ব্রিক্স দেশগুলির উদাহরণ তুলে ধরেছেন৷ তাঁর দাবি, একমাত্র ভারত ছাড়া ব্রিক্সের অধীনে থাকা সমস্ত দেশেই বিদেশি ও দেশীয় সংস্থায় একই কর দিতে হয়৷ হংকং, সিঙ্গাপুর এবং ওইসিডি দেশগুলিতেও একই ব্যবস্থা রয়েছে বলে তিনি দাবি করেন৷ ভারতেও একই ব্যবস্থা হলে বিদেশি বিনিয়োগ বাড়বে বলে তাঁর মত৷