পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / business

ভারতে আর্থিক ও কাঠামোগত খাতে জরুরি সংস্কার প্রয়োজন : IMF

ভারতে মাঝারি মেয়াদি আর্থিক একত্রীকরণ কৌশলের দিকে নজর দেওয়া উচিত ৷ ওয়াশিংটনে একটি সাংবাদিক বৈঠকে এমনই জানান, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের মুখপাত্র গেরি রাইস ৷

ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড
ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড

By

Published : Feb 14, 2020, 10:22 AM IST

ওয়াশিংটন, 14 ফেব্রুয়ারি : বাজেটে আরও যথাযথ আর্থিক ব্যবস্থা নিশ্চিত করার ক্ষেত্রে ক্রমবর্ধমান ঋণের কারণে ভারতে কাঠামোগত ও আর্থিক খাতে জরুরি সংস্কার প্রয়োজন ৷ এছাড়া একটি মাঝারি মেয়াদি রাজস্ব একত্রীকরণের কৌশল প্রয়োজন ৷

বাজেট পেশের দিন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন একটি প্রশ্ন করেছিলেন, যার উত্তরে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের (IMF) মুখপাত্র গেরি রাইস বলেন, সংস্থা পূর্বে ভারত সম্পর্কে যে পূর্বাভাস করেছিল, ভারতের অর্থনৈতিক পরিবেশ তার থেকেও দুর্বল ৷ একটি সাংবাদিক বৈঠকে তিনি বলেন, আমরা মনে করি বাজেটে আরও যথাযথ আর্থিক ব্যবস্থা উপযোগী ছিল ৷

তিনি আরও বলেন, "বাজেটে আরও যথাযথ আর্থিক ব্যবস্থা নিশ্চিত করার ক্ষেত্রে ক্রমবর্ধমান ঋণের কারণে ভারতে কাঠামোগত ও আর্থিক খাতের সংস্কার ব্যবস্থা ও একটি মাঝারি মেয়াদি রাজস্ব একত্রীকরণের কৌশল প্রয়োজন ৷"

তিনি বলেন, মাঝারি মেয়াদে আর্থিক একত্রীকরণ কৌশলের দিকে নজর দেওয়া উচিত ৷ চলতি আর্থিক বছরে ভারতের অর্থনৈতিক বৃদ্ধিকে 4.8 শতাংশতে কমিয়ে এনেছে ৷

ABOUT THE AUTHOR

...view details