ওয়াশিংটন, 14 ফেব্রুয়ারি : বাজেটে আরও যথাযথ আর্থিক ব্যবস্থা নিশ্চিত করার ক্ষেত্রে ক্রমবর্ধমান ঋণের কারণে ভারতে কাঠামোগত ও আর্থিক খাতে জরুরি সংস্কার প্রয়োজন ৷ এছাড়া একটি মাঝারি মেয়াদি রাজস্ব একত্রীকরণের কৌশল প্রয়োজন ৷
বাজেট পেশের দিন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন একটি প্রশ্ন করেছিলেন, যার উত্তরে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের (IMF) মুখপাত্র গেরি রাইস বলেন, সংস্থা পূর্বে ভারত সম্পর্কে যে পূর্বাভাস করেছিল, ভারতের অর্থনৈতিক পরিবেশ তার থেকেও দুর্বল ৷ একটি সাংবাদিক বৈঠকে তিনি বলেন, আমরা মনে করি বাজেটে আরও যথাযথ আর্থিক ব্যবস্থা উপযোগী ছিল ৷