নয়াদিল্লি, 17 জানুয়ারি: কেন্দ্রীয় বাজেট (Union budget of India) হল একটি আর্থিক বছরে সরকারের রাজস্ব প্রাপ্তি এবং এর ব্যয়ের একটি বিবৃতি যা সংসদে পেশ করা হয় । সরকারের ব্যয় এবং প্রাপ্তির মধ্যে ব্যবধানকে ঘাটতি বলা হয় ।
2003 সালের ফিসকাল রেসপনসিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্টের অধীনে, কেন্দ্রীয় সরকারকে সংসদে বিভিন্ন ঘাটতি বা ঘাটতি রিপোর্ট করতে হয় । এই ঘাটতিগুলো হলে রাজস্ব ঘাটতি এবং প্রাথমিক ঘাটতি (what is revenue deficit) ৷ রাজস্ব ঘাটতি কেন্দ্রীয় সরকারের মোট ঋণের প্রয়োজনীয়তাকে প্রতিফলিত করে ৷ একটি আর্থিক বছরে । রাজস্ব ঘাটতি হল রাজস্ব প্রাপ্তির তুলনায় সরকারের রাজস্ব ব্যয়ের মধ্যে পার্থক্য ।
যেমন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের (nirmala sitharaman on Union budget of India) উপস্থাপিত সংশোধিত অনুমান অনুসারে, গত আর্থিক বছরের (FY 2020-21) রাজস্ব ব্যয় অনুমান করা হয়েছিল 30.11 লক্ষ কোটি টাকা, এবং রাজস্ব প্রাপ্তি অনুমান করা হয়েছিল 15.55 লক্ষ কোটি টাকা ।
সংশোধিত অনুমান অনুসারে, রাজস্ব ব্যয় এবং রাজস্ব প্রাপ্তির মধ্যে পার্থক্য অনুমান করা হয়েছিল 14.56 লক্ষ কোটি টাকা, যা রাজস্ব ব্যয়ের প্রায় অর্ধেক । তবে জিডিপির শতাংশ হিসাবে, রাজস্ব ব্যয় জিডিপির 7.5% অনুমান করা হয়েছে । এটি বাজেটের অনুমানের তুলনায় অনেকটাই বেশি যা জিডিপির 2.7% হবে বলে আশা করা হয়েছিল । কিন্তু কোভিড-19 বিশ্বব্যাপী মহামারির প্রাদুর্ভাবের কারণে, সরকারের সমস্ত অনুমান প্রত্যাশিত গতিপথ থেকে সরে গিয়েছে ।
আরও পড়ুন:বাংলা-অসমে আত্মবিশ্বাস ও তামিলনাড়ু-কেরালায় বিজেপির আশা বাড়াল কেন্দ্রীয় বাজেট