কলকাতা, 1 ফেব্রুয়ারি : কেন্দ্রীয় বাজেটকে বিভ্রান্তিকর ও দিকনির্দেশহীন বলে বর্ণনা করলেন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী অমিত মিত্র৷ সোমবার তিনি জানান যে এটি অর্থনীতিতে চাহিদা বাড়ানোর কথা বলতে ব্যর্থ হয়েছে। বলেন, "এই বাজেটে কোভিড-19 প্যানডেমিক মোকাবিলা এবং ঘূর্ণিঝড় আমফানের কারণে ক্ষয়ক্ষতি কারণে পশ্চিমবঙ্গে পর্যাপ্ত অর্থ বরাদ্দ দেওয়া হয়নি ।"
তাঁর মতে, বাজেটে অর্থনীতির চাহিদা উৎসাহিত করার একটিও অনুপাত নেই। "সম্পদ বিক্রি যেন এই বাজেটের একমাত্র অভিমুখ," মিত্র বলেন।
পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী বলেন, "আমি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে এমন ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি দিয়েছিলাম, যাতে চাহিদাকে উৎসাহিত করা যায়। অন্যান্য দেশের মতো লোকদের হাতে অর্থ দেওয়া উচিত ছিল। কিন্তু তা না করে কেন্দ্রীয় সরকার রেলওয়ে, বিমানবন্দর, বন্দরগুলির মতো সরকারি সম্পদ বিক্রি করার চেষ্টা করছে এবং দু’টি সরকারি ব্যাঙ্কের শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।"