কলকাতা, 1 ফেব্রুয়ারি : কেন্দ্রীয় বাজেট 2021৷ আসন্ন 2021-22 আর্থিক বছরের জন্য বাজেট বরাদ্দের প্রস্তাব পেশ হল সংসদে৷ যে বাজেটের দিকে তাকিয়েছিল গোটা দেশ৷ কিন্তু সেই বাজেট কি আদৌ সাধারণ মানুষের কোনও সুরাহা করতে পারল? সোমবার সংসদের নিম্নকক্ষে দাঁড়িয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের বাজেট ভাষণ শেষ হওয়ার পর থেকে এই প্রশ্নই ঘুরছে দেশের বিভিন্ন মহলে৷
কারণ, গত বছর মার্চের শেষ থেকে কোরোনা প্যানডেমিকের জেরে ভুগতে হয়েছে গোটা দেশকে৷ রাজস্ব ঘাটতি হয়েছে৷ সাধারণ মানুষের আয় তলানিতে ঠেকেছে৷ সরকারি সাহায্যের উপর দিন কাটাতে হয়েছে অনেককে৷ বহু মানুষ ঋণগ্রস্ত৷ মাসিক কিস্তি শোধ করতে না পেরে অনেকেই সমস্যায় পড়েন৷
ফলে অনেকেই আশা করেছিলেন যে এবার সাধারণ মানুষকে সুরাহা দিতে পারে, এমন কিছু ঘোষণা করা হবে মোদি সরকারের তরফে৷ বিশেষ করে কোনও আর্থিক প্যাকেজ বা আয়করে স্বস্তি আশা করেছিলেন অনেকে৷ কিন্তু এবার আয়কর কাঠামোতে কোনও পরিবর্তন করেনি কেন্দ্রীয় সরকার৷ শুধু 75 বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে পেনশন ভোগী যাঁরা, তাঁদের আর আইটি রিটার্ন জমা দিতে হবে না বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷ আর গৃহঋণে সামান্য স্বস্তি দিয়েছে সরকার৷