পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / business

নির্মলার বাজেট কি আমজনতার প্রত্যাশা পূরণ করতে পারল ?

কোভিড পরবর্তী পরিস্থিতিতে এবার কেন্দ্রীয় বাজেটের দিকে তাকিয়ে ছিলেন অনেকে৷ সেই বাজেট কি আদৌ সাধারণ মানুষের কোনও সুরাহা করতে পারল? সোমবার সংসদে বাজেট পেশ হয়েছে৷ তার পর বিরোধীরা বলছে যে এই বাজেট দিশাহীন৷ আর বিজেপির দাবি, আত্মনির্ভর ভারতের নির্দিষ্ট রোডম্যাপ এই বাজেটে রয়েছে৷

নির্মলার বাজেট আমজনতার প্রত্যাশা পূরণ করতে পারল ?
নির্মলার বাজেট আমজনতার প্রত্যাশা পূরণ করতে পারল ?

By

Published : Feb 1, 2021, 10:37 PM IST

কলকাতা, 1 ফেব্রুয়ারি : কেন্দ্রীয় বাজেট 2021৷ আসন্ন 2021-22 আর্থিক বছরের জন্য বাজেট বরাদ্দের প্রস্তাব পেশ হল সংসদে৷ যে বাজেটের দিকে তাকিয়েছিল গোটা দেশ৷ কিন্তু সেই বাজেট কি আদৌ সাধারণ মানুষের কোনও সুরাহা করতে পারল? সোমবার সংসদের নিম্নকক্ষে দাঁড়িয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের বাজেট ভাষণ শেষ হওয়ার পর থেকে এই প্রশ্নই ঘুরছে দেশের বিভিন্ন মহলে৷

কারণ, গত বছর মার্চের শেষ থেকে কোরোনা প্যানডেমিকের জেরে ভুগতে হয়েছে গোটা দেশকে৷ রাজস্ব ঘাটতি হয়েছে৷ সাধারণ মানুষের আয় তলানিতে ঠেকেছে৷ সরকারি সাহায্যের উপর দিন কাটাতে হয়েছে অনেককে৷ বহু মানুষ ঋণগ্রস্ত৷ মাসিক কিস্তি শোধ করতে না পেরে অনেকেই সমস্যায় পড়েন৷

ফলে অনেকেই আশা করেছিলেন যে এবার সাধারণ মানুষকে সুরাহা দিতে পারে, এমন কিছু ঘোষণা করা হবে মোদি সরকারের তরফে৷ বিশেষ করে কোনও আর্থিক প্যাকেজ বা আয়করে স্বস্তি আশা করেছিলেন অনেকে৷ কিন্তু এবার আয়কর কাঠামোতে কোনও পরিবর্তন করেনি কেন্দ্রীয় সরকার৷ শুধু 75 বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে পেনশন ভোগী যাঁরা, তাঁদের আর আইটি রিটার্ন জমা দিতে হবে না বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷ আর গৃহঋণে সামান্য স্বস্তি দিয়েছে সরকার৷

নির্মলার বাজেট আমজনতার প্রত্যাশা পূরণ করতে পারল ?

সেই কারণে, বিরোধীরা বলছেন যে এই বাজেটে সাধারণ মানুষের জন্য কোনও সুরাহার ব্যবস্থা করা হয়নি৷ এবার মোদি সরকারের বাজেটকে দিশাহীন বলেই মনে করছে বিরোধীরা৷ তৃণমূল নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য জানান, ভেকধারী সরকারের ফেকধারী বাজেট৷ পশ্চিমবঙ্গের জন্য তেমন কিছু দেওয়া হয়নি৷ একই কথা বলেছেন বিধানসভায় বাম পরিষদীয় দলের নেতা সুজন চক্রবর্তী৷ তিনি বলেন, ‘‘সাধারণ মানুষের প্রত্যাশা এই বাজেট পূরণ করতে পারেনি৷ উলটে শিল্প বিক্রি করার বন্দোবস্ত জোরদার করা হয়েছে৷’’

আরও পড়ুন :হাস্যকৌতুক বাজেট 2021!

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই বাজেটের ভূয়সী প্রশংসা করেছেন৷ এমন একটি বাজেট পেশ করার জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী ও তাঁর টিমকে ধন্যবাদ দিয়েছেন তিনি৷ বিজেপি নেতা প্রণয় রায় বলছেন, ‘‘অত্যন্ত বাস্তবমুখী বাজেট৷ কোভিড পরিস্থিতির মধ্যে কেন্দ্র অর্থবরাদ্দ করেছে৷ আত্মনির্ভর ভারতের নির্দিষ্ট রোডম্যাপ এই বাজেটে রয়েছে৷’’

ABOUT THE AUTHOR

...view details