দিল্লি, 01 ফেব্রুয়ারি : পেট্রল ও ডিজেলের দাম মাঝেমধ্যেই বাড়তে থাকে৷ এবার সেই ঊর্ধ্বমুখী দামের উপর এবার নতুন করে করের বোঝা চাপাল কেন্দ্রীয় সরকার৷ বসানো হল কৃষি সেস৷ সোমবার সংসদে বাজেট পেশের সময় এই কথাই জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷
এদিন পেশ করা বাজেটে এই নিয়ে তাঁর প্রস্তাব পেট্রোপণ্যের উপর এবার চাপানো হবে কৃষি পরিকাঠামো এবং উন্নয়ন সেস৷ 2021-22 অর্থবর্ষে পেট্রলের উপর আড়াই টাকা সেস চাপানো হতে চলেছে৷ ডিজেলের উপর এই সেস বসবে 4 টাকা৷ এর ফলে পেট্রল-ডিজেলের দাম আবার বাড়তে চলেছে এপ্রিল থেকে৷ এর জেরে সমস্যায় পড়বে মধ্যবিত্ত৷
তবে পেট্রোপণ্য ছাড়াও আরও অনেক ক্ষেত্রে এই কৃষি সেস বসানো হয়েছে৷ এর মধ্যে রয়েছে বেশ কিছু ডালশস্য, অ্যালকোহল জাত পণ্য, সোনা, রুপো, আপেল ও কিছু কীটনাশকেও এই কর বসানো হচ্ছে৷ সোনা-রুপোয় আড়াই শতাংশ, অ্যালকোহল জাত পণ্যে 100 শতাংশ এই কর বসানো হচ্ছে৷ তাছাড়া ভোজ্য তেলেও বসানো হয়েছে এই কর৷
আরও পড়ুন :বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়ল 137%, কোভিড টিকায় বরাদ্দ 35,000 কোটি
বাজেট নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়েও এই কৃষি পরিকাঠামো এবং উন্নয়ন সেস-এর প্রসঙ্গ উঠে এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথায়৷ তিনি জানিয়েছেন, কৃষিক্ষেত্রে ও কৃষকদের আয় বাড়াতে জোর দেওয়া হয়েছে এই বাজেটে৷ সেই করণে কৃষি উন্নয়ন কর চালু করা হচ্ছে৷ এই করের টাকাই কৃষকদের উন্নতিতে ব্যবহার করা হবে৷ তাই তিনি জানিয়েছেন, এই বাজেটের হৃদয়ে গ্রাম ও কৃষকরা রয়েছেন৷