দিল্লি, 1 ফেব্রুয়ারি : 2021-র কেন্দ্রীয় বাজেট নিয়ে জোর চর্চা সোশ্য়াল মিডিয়ায় ৷ যেখানে টুইটার ও ফেসবুকের মত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বাজেটের মিমে ছেয়ে গিয়েছে ৷ যেখানে নির্মলা সীতারমনের বাজেট ভাষণ নিয়ে নানান হাস্যকৌতুক সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে ৷ যেখানে হ্যাশট্যাগ ট্রেন্ডে এগিয়ে রয়েছে আয়কর, আত্মনির্ভর ভারতের মতো বিষয়গুলি ৷
কেন্দ্রীয় বাজেট 2021 এর ঘোষণায় আজ নির্মলা সীতারমন আত্মনির্ভর ভারত প্রকল্পে 4.12 লক্ষ কোটি টাকা বাজেট ঘোষণা করেছেন তিনি ৷ তেমনি তামিলনাড়ু, অসম এবং পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে সেই সব রাজ্য়ে পরিকাঠামোর উন্নয়নে বাজেটে জোর দিয়েছে কেন্দ্র সরকার ৷ আর সেই সব নিয়েই মিমে ছেয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ৷
টুইটারে এক নেটিজ়েন স্মৃতি ইরানির বিভিন্ন মুডের ছবি পোস্ট করে লিখেছেন, ‘‘আজকের বাজেট নিয়ে আমি আমার মত প্রকাশ করলাম ৷’’ #budget2021