পশ্চিমবঙ্গ

west bengal

প্রবীণ পেনশনভোগীদের আয়কর রিটার্ন জমা থেকে মুক্তি

By

Published : Feb 1, 2021, 7:55 PM IST

আয়কর রিটার্ন জমার ক্ষেত্রে এই ছাড়ের সুযোগ পেতে হলে, সংশ্লিষ্ট 75 বছর বা তার বেশি বয়সি পেনশনভোগীকে তাঁর নির্দিষ্ট ব্যাঙ্কে একটি বিবরণী পেশ করতে হবে। ঘোষণাপত্রটি জমা হওয়ার পরে, নির্দিষ্ট ব্যাঙ্কটি প্রবীণ নাগরিকের আয় গণনা করে বাজেটে উল্লেখিত প্রস্তাবটিকে কার্যকর করবে।

Union Budget 2021 75 And more than agged people will relife for it return
75 বছর বা তার বেশি বয়সের পেনশনভোগীদের আয়কর রিটার্ন জমা থেকে মুক্তি

কলকাতা, 1 ফেব্রুয়ারি : এবারের বাজেটে যৎসামান্য হলেও স্বস্তির খবর এল 75 বছর বা তার বেশি বয়সি পেনশনভোগী প্রবীণ নাগরিকদের জন্য। পেনশন এবং ব্যাঙ্কে জমা টাকার সুদের উপরে যারা নির্ভরশীল তাঁদের আর বাৎসরিক আয়কর রিটার্ন জমা দিতে হবে না। সংশ্লিষ্ট ব্যাঙ্ক তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রয়োজনীয় কর কেটে নেবে। আজ 2021 কেন্দ্রীয় বাজেটে এমনই ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷

ব্যাস এতটুকুই। কোনো কর ছাড় এক্ষেত্রে প্রযোজ্য হবে না। প্রথমে অনেকেই ভুল করেছিলেন যে এই পেনশন এবং সুদ সম্পূর্ণরূপে কর ছাড়ের আওতায় আসবে। কিন্তু বাজেটের ব্যাখ্যামূলক স্মারকলিপি (explanatory memorandum) বিশ্লেষণের পরে বোঝা যায়, এই ছাড় শুধুমাত্র আয়কর রিটার্ন জমার ক্ষেত্রে। এখানে পরিষ্কার করে বলা ভালো যে, সুদ থেকে আয়ের উপর কোনও কর ছাড়ের কথা কেন্দ্রীয় সরকার বলেনি।

আরও পড়ুন : পেট্রল-ডিজেল সহ একাধিক পণ্যে কৃষি সেস বসাল কেন্দ্র

আয়কর রিটার্ন জমার ক্ষেত্রে এই ছাড়ের সুযোগ পেতে হলে, সংশ্লিষ্ট 75 বছর বা তার বেশি বয়সি পেনশনভোগীকে তাঁর নির্দিষ্ট ব্যাঙ্কে একটি বিবরণী পেশ করতে হবে। ঘোষণাপত্রটি জমা হওয়ার পরে, নির্দিষ্ট ব্যাঙ্কটি প্রবীণ নাগরিকের আয় গণনা করে বাজেটে উল্লেখিত প্রস্তাবটিকে কার্যকর করবে। যেই মাত্র ব্যাঙ্কটি এই কাজটি সম্পন্ন করবে, সেই মূল্যায়ন বছরের জন্য এইরকম প্রবীণ নাগরিকের আয়কর রিটার্ন জমা দিতে হবে না।


এই প্রস্তাব কার্যকর হবে 2021 সালের 1 এপ্রিল থেকে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের মতে, বয়স্ক নাগরিকদের জন্য তাদের সরকার বিশেষভাবে চিন্তিত এবং তাই এই পদক্ষেপ।

এদিকে, আজকের বাজেটে মধ্যবিত্তকে সুরাহা দিয়ে আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়ানো হয় কি না, সেদিকে নজর ছিল সবার । কিন্তু, আজকের বাজেটে আয়কর কাঠামোয় কোনও পরিবর্তন হল না । গতবছর আয়কর ছাড়ের যে সীমা ছিল, তাই রইল ।

ABOUT THE AUTHOR

...view details