পশ্চিমবঙ্গ

west bengal

টিকটক ব্যানে প্রশ্নের মুখে 250 কর্মীর ভবিষ্যত, রোজ ক্ষতি সাড়ে 3 কোটি

ব্যান হওয়ার পর প্রতিদিন সংস্থার ক্ষতি সাড়ে তিন কোটি টাকা।

By

Published : Apr 24, 2019, 12:58 PM IST

Published : Apr 24, 2019, 12:58 PM IST

Updated : Apr 24, 2019, 2:09 PM IST

ETV Bharat / business

টিকটক ব্যানে প্রশ্নের মুখে 250 কর্মীর ভবিষ্যত, রোজ ক্ষতি সাড়ে 3 কোটি

টিকটক

দিল্লি, 24 এপ্রিল : অন্তর্বতীকালীন নিষেধাজ্ঞা জারি হয়েছে টিকটকের উপর । এরফলে প্রতিদিন প্রায় সাড়ে তিন কোটি টাকা ক্ষতি হচ্ছে সংস্থার । ফলে কর্মহীন হতে পারেন প্রায় 250 জন কর্মী । আদালতে একথা জানাল টিকটকের মালিক সংস্থা বাইটড্যান্স ।

পর্নোগ্রাফি ও অশ্লীল ভিডিয়ো ছড়ানোর অভিযোগ উঠেছে টিকটকের বিরুদ্ধে । সেই সংক্রান্ত এক জনস্বার্থ মামলার প্রেক্ষিতে শর্ট ভিডিয়ো মোবাইল অ্যাপ্লিকেশনটির উপর নিষেধাজ্ঞা জারি করার নির্দেশ দেয় মাদ্রাজ হাইকোর্ট । এরপরই প্লে স্টোর ও অ্যাপ স্টোর থেকে সরিয়ে ফেলা হয় টিকটক । যদিও অ্যাপটি সরিয়ে ফেলার আগে তাদের কথা শোনা হয়নি বলে সুপ্রিম কোর্টে জানিয়েছে সংস্থা । এরপর 22 এপ্রিল শুনানির দিন ঠিক হয় ।

22 তারিখ শীর্ষ আদালত মাদ্রাজ হাইকোর্টকে টিকটক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেয় । হাইকোর্ট সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে বাতিল হয়ে যাবে অন্তবর্তী ব্যান । আজ সেই রায় দেবে মাদ্রাজ হাইকোর্ট ।

Last Updated : Apr 24, 2019, 2:09 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details