নয়াদিল্লি, 17 সেপ্টেম্বর :সদ্য সাফারি (Safari) সিরিজের নতুন মডেল বাজারে এনেছে টাটা মোটরস (Tata Motors) ৷ নাম সাফারি গোল্ড (Safari Gold Edition) ৷ আর দাম 21 লক্ষ 89 হাজার টাকা ৷ আসন্ন উৎসবের মরশুমের কথা মাথায় রেখেই তাদের এই নয়া লঞ্চ বলে জানিয়েছে টাটা মোটরস কর্তৃপক্ষ ৷ প্রাথমিকভাবে দু’টি রঙে পাওয়া যাবে সাফারি গোল্ড এডিশন ৷ সাদা রঙের গাড়িকে বলা হচ্ছে হোয়াইট গোল্ড (White Gold) ৷ আর কালো রঙের গাড়িগুলি হল ব্ল্যাক গোল্ড (Black Gold) ৷ ভিভো আইপিএল 2021-এর দ্বিতীয় পর্যায়ের খেলা শুরু হলে সেখানেই মিলবে নয়া গাড়ির ঝলক ৷
আরও পড়ুন :Ford Motor : ভারতে দু’টি কারখানাই বন্ধ করছে ফোর্ড, বাজারে মিলবে আমদানি করা মডেল
নয়া গাড়ির অন্দরসজ্জায় অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার যেমন থাকছে, তেমনই থাকছে চোখ ধাঁধানো বাহার ৷ সাফারি গোল্ডের ভিতরে থাকছে চামড়ার তৈরি আসন ৷ প্রথম ও দ্বিতীয়, আসনের দু’টি সারিতেই থাকছে ভেন্টিলেশন ৷ থাকছে তারবিহীন চার্জার, এয়ার পিউরিফায়ার, ওয়াইফাই ৷ যা আজ পর্যন্ত সাফারি সিরিজের অন্য কোনও মডেলেই ছিল না ৷