পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / business

নতুন রেকর্ড সেনসেক্সের - এস অ্যান্ড পি বিএসই সেনসেক্স ৩২৪ পয়েন্ট ছুঁয়েছে

বিশেষজ্ঞরা বলছেন, অ্যামেরিকা-চিনের "ফেজ় ওয়ান" বাণিজ্য চুক্তির প্রভাব পড়েছে শেয়ারবাজারে ৷ তার জেরেই আজ বাজার খোলার পর ঊর্ধ্বমুখী হয় শেয়ারবাজার ৷ বিদেশি বিনিয়োগের প্রভাবও পড়েছে ৷

Sensex
সেনসেক্স

By

Published : Dec 17, 2019, 11:14 PM IST

মুম্বই, 17 ডিসেম্বর : নতুন রেকর্ড করল সেনসেক্স ৷ আজ 324 পয়েন্ট বেড়ে সেনসেক্সের সূচক পৌঁছায় 41,262.88 পয়েন্টে ৷ যা সর্বকালীন রেকর্ড ৷ নিফটিও সর্বোচ্চ রেকর্ডের থেকে 30 পয়েন্ট দূরে রয়েছে ৷ আজ 87 পয়েন্ট বেড়ে নিফটির সূচক গিয়ে দাঁড়ায় 12,141 পয়েন্টে ৷

গতকাল শেয়ারবাজার বন্ধের সময় সেনসেক্সের সূচক ছিল 40,939 পয়েন্ট ৷ আজ শেয়ারবাজার খোলার পরই বাড়তে থাকে সূচক ৷ একসময় প্রায় 324 পয়েন্ট বেড়ে সেনসেক্সের সূচক দাঁড়ায় 41,262.88 ৷ এই প্রথম 41 হাজার 25 পয়েন্ট ছাড়াল সেনসেক্স ৷ এর আগে 26 নভেম্বর প্রথমবারের জন্য সেনসেক্সের সূচক 41 হাজার ছাড়িয়েছিল ৷

আজ শেয়ারবাজারের ঊর্ধ্বমুখীতে সবচেয়ে বেশি অবদান রয়েছে ইনফোসিস, HDFC ব্যাঙ্ক, টাটা কনসালটেন্সি সার্ভিসেস, ITC, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ় এবং মারুতি সুজ়ুকির ৷

বিশেষজ্ঞরা বলছেন, অ্যামেরিকা-চিনের "ফেজ় ওয়ান" বাণিজ্য চুক্তির প্রভাব পড়েছে শেয়ারবাজারে ৷ তার জেরেই আজ বাজার খোলার পর ঊর্ধ্বমুখী হয় শেয়ারবাজার ৷ বিদেশি বিনিয়োগের প্রভাবও পড়েছে ৷ আজ অ্যামেরিকান ডলারের সঙ্গে ভারতীয় মুদ্রার বিনিময়মূল্যও 3 পয়সা বেড়ে দাঁড়িয়েছে 70.97 টাকা ৷ যা আগে ছিল 71 টাকা ৷

ABOUT THE AUTHOR

...view details