মুম্বই, 17 ডিসেম্বর : নতুন রেকর্ড করল সেনসেক্স ৷ আজ 324 পয়েন্ট বেড়ে সেনসেক্সের সূচক পৌঁছায় 41,262.88 পয়েন্টে ৷ যা সর্বকালীন রেকর্ড ৷ নিফটিও সর্বোচ্চ রেকর্ডের থেকে 30 পয়েন্ট দূরে রয়েছে ৷ আজ 87 পয়েন্ট বেড়ে নিফটির সূচক গিয়ে দাঁড়ায় 12,141 পয়েন্টে ৷
গতকাল শেয়ারবাজার বন্ধের সময় সেনসেক্সের সূচক ছিল 40,939 পয়েন্ট ৷ আজ শেয়ারবাজার খোলার পরই বাড়তে থাকে সূচক ৷ একসময় প্রায় 324 পয়েন্ট বেড়ে সেনসেক্সের সূচক দাঁড়ায় 41,262.88 ৷ এই প্রথম 41 হাজার 25 পয়েন্ট ছাড়াল সেনসেক্স ৷ এর আগে 26 নভেম্বর প্রথমবারের জন্য সেনসেক্সের সূচক 41 হাজার ছাড়িয়েছিল ৷