পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / business

ক্রিপটোকারেন্সিকে বৈধতা সুপ্রিম কোর্টের - Digital currency

এবার থেকে বিটকয়েনের ট্রেডিংয়ে আর কোনও বিধিনিষেধ থাকল না ৷ বিটকয়েনসহ সমস্থ ক্রিপটোকারেন্সিকে বৈধতা দিল সুপ্রিম কোর্ট ৷

Bitcoin
ছবি

By

Published : Mar 5, 2020, 9:42 AM IST

দিল্লি, 5 মার্চ : আর নিষেধাজ্ঞা থাকল না ক্রিপটোকারেন্সিতে ৷ এবার থেকে বিটকয়েনসহ অন্য ক্রিপটোকারেন্সিতে ট্রেডিংকে বৈধতা দিল সুপ্রিম কোর্ট ৷ রিজ়ার্ভ ব্যাঙ্ক শুরু থেকেই ক্রিপটোকারেন্সিতে লেনদেনের বিপক্ষে ছিল ৷ বিশ্বের একাধিক দেশে ক্রিপটোকারেন্সিতে লেনদেন স্বীকৃত হলেও দীর্ঘদিন ধরে রিজ়ার্ভ ব্যাঙ্ক নিষেধাজ্ঞা জারি করে রেখেছিল এর উপর ৷ গতকালই রিজ়ার্ভ ব্যাঙ্কের এই নিষেধাজ্ঞাকে খারিজ করে ক্রিপটোকারেন্সিতে লেনদেনকে বৈধতা দিল সুপ্রিম কোর্ট ৷

2018 সালে বিটকয়েন ও এই জাতীয় সমস্ত ভার্চুয়াল কারেন্সিগুলির ভারতীয় বাজারে ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করে রিজ়ার্ভ ব্যাঙ্ক ৷ ভারতীয় ব্যাঙ্ক ও অন্য আর্থিক সংস্থাগুলিতে কোনও রকম ক্রিপটোকারেন্সির লেনদেন করা যাবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছিল ওই নির্দেশিকায় ৷ সেই নিষেধাজ্ঞাকেই চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল ভারতের ইন্টারনেট ও মোবাইল অ্যাসোসিয়েশন ৷ গতকাল সেই মামলারই রায় দেয় সুপ্রিম কোর্ট ৷ বিচারপতি রোহিন্তন ফলি নরিম্যান, বিচারপতি এস রবীন্দ্র ভাট ও বিচারপতি ভি রামসুব্রমনিয়ানের বেঞ্চ এই মামলার রায় ৷

কী এই ক্রিপটোকারেন্সি ?

ক্রিপটোকারেন্সি বা ভার্চুয়াল কারেন্সি হল একধরণের ডিজিটাল কারেন্সি, যা এনক্রিপশন প্রযুক্তিতে তৈরি ৷ তবে এই ক্রিপটোকারেন্সিগুলির উপর কোনও কেন্দ্রীয় ব্যাঙ্কের নিয়ন্ত্রণ থাকে না ৷ এদের মধ্যে বিটকয়েনও রয়েছে ৷ আজকের দিনে দাঁড়িয়ে একটি বিটকয়েনের আর্থিক মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় 6 লাখ 56 হাজার টাকা ৷ এই ধরনের ভার্চুয়াল কারেন্সিগুলির অন্যতম বিশেষত্ব হল, এগুলির আর্থিক মূল্য ওঠা-নামা করে ৷ পাশাপাশি অন্য ব্যাঙ্ক ও আর্থিক সংস্থাগুলির উপর RBI -এর যেমন নিয়ন্ত্রণ রয়েছে, বিটকয়েন বা অন্যান্য ভার্চুয়াল কারেন্সিগুলির উপর সেরকম কোনও নিয়নন্ত্রণ নেই ৷ আর এই কারণেই এতদিন ধরে ভারতীয় বাজারে ভার্চুয়াল কারেন্সিতে আর্থিক লেনদেনের অনুমতি দিতে চাইছিল না রিজ়ার্ভ ব্যাঙ্ক ৷

গতকালের এই রায় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানান, "আমি এখনও সুপ্রিম কোর্টের রায়ের লিখিত প্রতিলিপি হাতে পাইনি ৷ আমি আগে পুরো রায়টি পড়ব ৷ এখনই এই বিষয়ে কিছু বলাটা ঠিক হবে না ৷ আমি আগে পুরো রায়ের বিষয়টি জানব, তারপর আমি আপনাদের সঙ্গে এই বিষয়ে কথা বলব ৷"

ABOUT THE AUTHOR

...view details