মুম্বই, 14 জুন : মুম্বই ও থানের তিনটি শাখা সাময়িকভাবে বন্ধ করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া । এই তিনটি শাখার আট কর্মী কোরোনা আক্রান্ত হন । এরপরই মুম্বইয়ের দুই শাখা এবং নিকটবর্তী থানের একটি শাখা বন্ধ করে SBI ।
থানের প্রধান শাখা গত সপ্তাহে বন্ধ করে SBI । ওই শাখার 25জন কর্মীর মধ্যে সাতজন কোরোনা আক্রান্ত হয়েছেন । উত্তর পশ্চিম মু্ম্বইয়ের একটি শাখার ক্লিয়ারিং বিভাগের এক কর্মী কোরোনা আক্রান্ত হন । এই শাখাও গত সপ্তাহে সাময়িকভাবে বন্ধ করা হয় । আন্ধেরি-র একটি শাখায় বাগান কর্মী কোরোনা আক্রান্ত হওয়ার পর সেই শাখার স্থানীয় চেক ক্লিয়ার বিভাগীয় কাজ বন্ধ করে SBI ।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য যোগাযোগ করা হয় । সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানায়, “আমাদের পর্যবেক্ষক দল দেশের সর্বত্র সবসময় পরিস্থিতির উপর নজর রাখছে । আমাদের অনেক কর্মী কোরোনা আক্রান্ত হয়েছিলেন । তাঁরা সুস্থ হয়েছেন । আবার কাজে যোগ দিয়েছেন ।”