পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / business

গৃহঋণে সুদ কমাল SBI - গৃহঋণে সুদ কমাল SBI

উৎসবের মরশুমে SBI-এর এই ঘোষণা গ্রাহকদের মুখে হাসি ফোটাবে । গৃহঋণের সুদে 25 BPS পর্যন্ত ছাড় মিলবে ।

SBI
SBI

By

Published : Oct 21, 2020, 6:15 PM IST

মুম্বই, 21 অক্টোবর : গৃহঋণের উপর সুদ কমাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া । 75 লাখ টাকার উপর গৃহঋণের সুদে 25 বেসিস পয়েন্ট (BPS) পর্যন্ত ছাড় মিলবে ।

তবে এই ক্ষেত্রে একটা শর্ত আরোপ করা হয়েছে । ঋণের আবেদন করতে হবে ব্যাঙ্কের ডিজিটাল প্ল্যাটফর্ম ইয়োনোর(YONO) মাধ্যমে । CIBIL স্কোর অনুযায়ী এই ছাড় পাবেন আবেদনকারীরা ।

উৎসবের মরশুমে SBI-র এই ঘোষণা গ্রাহকদের মুখে হাসি ফোটাবে । তবে এর আগে আরও বেশ কয়েকটি সুবিধা ঘোষণা করে তারা । 30 লাখ থেকে 2 কোটি টাকা পর্যন্ত গৃহঋণেও ছাড় রয়েছে । সেক্ষেত্রে ক্রেডিট স্কোরের ভিত্তিতে ছাড়ের পরিমাণ 10 BPS থেকে বাড়িয়ে 20 BPS করা হয়েছে । দেশের সর্বত্রই এই সুবিধা পাবেন গ্রাহকরা ।

আটটি মেট্রো শহরের ক্ষেত্রে সুবিধা আরও কিছুটা বেশি । 3 কোটি টাকা পর্যন্ত গৃহঋণে একই সুবিধা তো পাচ্ছেনই তার উপর ঋণের আবেদন ইয়োনো থেকে করলে বাড়তি ছাড় পাওয়া যাবে। অতিরিক্ত 5 BPS ছাড় মিলবে সেক্ষেত্রে ।

30 লাখ টাকা পর্যন্ত গৃহঋণে সর্বনিম্ন 6.90 শতাংশ হারে সুদ দিতে হবে । 30 লাখ টাকার উপর গৃহঋণে সর্বনিম্ন 7 শতাংশ হারে সুদ দিতে হবে গ্রাহকদের ।

উৎসবের উপহার হিসেবে গত মাসেই গ্রাহকদের সুবিধার্থে একাধিক ঘোষণা করেছে SBI । গত মাসেই গাড়ি, সোনা এবং ব্যক্তিগত ঋণের ক্ষেত্রে প্রসেসিং ফি পুরোপুরি তুলে দিয়েছে তারা ।

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বোনাস ঘোষণা

SBI-এর ম্যানেজিং ডিরেক্টর সি এস শেট্টি বলেন, "গ্রাহকদের স্বপ্নের বাড়ি কিনতে আরও উৎসাহিত করবে স্টেট ব্যাঙ্কের এই সুবিধা । কোরোনা পরবর্তী পরিস্থিতিতে গ্রাহকদের চাহিদা বেড়েছে । সে দিকে লক্ষ্য রাখা হচ্ছে । তাঁদের প্রয়োজন ও চাহিদা মতো আরও সুযোগ সুবিধা দেবে SBI ।"

ABOUT THE AUTHOR

...view details