মুম্বই, 23 ডিসেম্বর : ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের ফলাফলের প্রভাব পড়তে পারে ভারত বন্ড EPF-এ ৷ পাশাপাশি টাকার মূল্যের ওঠা নামাও ভারত বন্ডে লগ্নিকে প্রভাবিত করবে বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ ৷ কিছুদিন আগেই অ্যামেরিকান ফেডেরাল রিজ়ার্ভের অনুকরণে দেশীয় বাজারে এসেছে ভারত বন্ড ৷ দেশের অর্থনীতিকে আরও চাঙ্গা করতেই কেন্দ্রীয় সরকারের তরফে এই নয়া ফান্ড চালু করা হয় ৷
বেসরকারি এক ব্যাঙ্কের রিটেইল রিসার্চের প্রধান দীপক জাসানি জানিয়েছেন, আগামী সপ্তাহ থেকে F&O ক্ষেত্রে লগ্নিতে কিছুটা ঘাটতি দেখা দিতে পারে ৷ 2020 সালের জানুয়ারি পর্যন্ত এই ঘাটতি চলবে বলেও জানিয়েছেন দীপক জাসানি ৷
"23 ডিসেম্বর, 2019 ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনের ফলঘোষণা ৷ নির্বাচনী ফলঘোষণাকে ঘিরে BJP-র যে অবস্থা সৃষ্টি হয়েছে তাতে লগ্নিকারীরা প্রভাবিত হতে পারেন ৷" এমনই মনে করছেন ওই বেসরকারি সংস্থার রিটেইল রিসার্চের প্রধান দীপক জাসানি ৷