দিল্লি, 17 ফেব্রুয়ারি : ‘এক দেশ, এক রেশন কার্ড’ ৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে লাগু করা এই প্রকল্প সফল ভাবে রূপায়িত হল রাজস্থানে ৷ গণবণ্টন ব্যবস্থায় সংস্কার করার জন্য এই প্রকল্প নেওয়া হয়েছে ৷
আর সারা দেশের মধ্যে দ্বাদশ রাজ্য হিসেবে সাফল্য অর্জন করল রাজস্থান ৷ এর আগে অন্ধ্রপ্রদেশ, গোয়া, গুজরাট, হরিয়ানা, কর্নাটক, কেরল, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাডু, ত্রিপুরা ও উত্তরপ্রদেশ এই সাফল্য অর্জন করতে পেরেছে ৷ এর ফলে ওই রাজ্যগুলিকে ডিপার্টমেন্ট অফ এক্সপেন্ডিচার থেকে 33440 কোটি টাকা ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে ৷
এর অধীনে রাজস্থান মুক্ত বাজার থেকে কেনার জন্য 2731 কোটি টাকার আর্থিক সম্পদ ব্যবহারের সুযোগ পেয়ে গেল ৷ ডিপার্টমেন্ট অফ এক্সপেন্ডিচার থেকে এই বিষয়ে অনুমতিও চলে এসেছে ওই রাজ্যের হাতে ৷
‘এক দেশ, এক রেশন কার্ড’ হল নাগরিকদের কথা মাথায় রেখে তৈরি করা একটি সংস্কারমূলক কর্মসূচি ৷ এর প্রয়োগের মাধ্যমে উপভোক্তাদের ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট (এনএফএসএ)-এর অধীনে রেশন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে ৷ এছাড়া পরিযায়ী শ্রমিকরা যাতে দেশের যে কোনও রেশন দোকান থেকে নিজের রেশন কার্ড দেখিয়ে রেশন তুলতে পারেন, তার ব্যবস্থাও এই আইনের মাধ্যমে করা হয়েছে ৷