নয়াদিল্লি, 25 মার্চ:পেট্রল ও ডিজেলের দাম আরও আগুন হল (Petrol, diesel prices hiked) ৷ পরপর দু‘দিন মূল্যবৃদ্ধির পর গতকাল পেট্রোপণ্যের দাম অপরিবর্তিত ছিল ৷ তবে আজ, শুক্রবার ফের লিটারে 80 পয়সা করে বাড়ল জ্বালানির দাম (Petrol and diesel price hike for third day) ৷ এর ফলে গত চারদিনে পেট্রল ও ডিজেলের দাম লিটারপিছু বেড়েছে 2.40 টাকা (Petrol, diesel prices hiked by Rs 2.40 in four days)৷
শুক্রবার দিল্লিতে পেট্রলের দাম (petrol and diesel prices hiked) বেড়ে লিটারপিছু হয়েছে 97.81 টাকা ৷ রাজধানীতে ডিজেলের নয়া দাম লিটারে 89.07 টাকা ৷ কলকাতাতে পেট্রলের দাম লিটারে 84 পয়সা বেড়ে হয়েছে লিটারপিছু 106.34 টাকা এবং ডিজেলে লিটারে 80 পয়সা বেড়ে লিটারপিছু দাম হয়েছে 91.42 টাকা ৷
মুম্বইতে পেট্রল লিটারে 84 পয়সা দাম বেড়ে লিটারপিছু নয়া দাম হয়েছে 112.51 টাকা এবং ডিজেলের দাম লিটারে 85 পয়সা বেড়ে দাম হয়েছে 96.70 টাকা ৷ আর দক্ষিণের চেন্নাইতে পেট্রল ও ডিজেল দুটোরই দাম লিটারে 76 পয়সা বেড়েছে ৷ তার ফলে পেট্রল ও ডিজেলের লিটারপিছু দাম হয়েছে যথাক্রমে 103.67 টাকা এবং 93.71 টাকা ৷