পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / business

জ্বালানিতে ছ্যাঁকা, দিল্লিতে পেট্রল-ডিজেলের দামে রেকর্ড - Petrol And Diesel Price news

দিল্লিতে সর্বকালীন শিখরে পৌঁছল পেট্রল ও ডিজেলের দাম ৷ আজ লিটারপিছু রাজধানীতে পেট্রল ও ডিজেলের দাম যথাক্রমে 97.22 টাকা ও 87.97 টাকা ৷

Petrol And Diesel Price Today June 20, 2021: Fuel Prices Hiked, Delhi and Mumbai Touches New High
জ্বালানিতে ছ্যাঁকা, দিল্লিতে সর্বকালীন শিখরে পেট্রল-ডিজেলের দাম

By

Published : Jun 20, 2021, 6:11 PM IST

নয়াদিল্লি, 20 জুন: দেশে নয়া উচ্চতায় পৌঁছল পেট্রোপণ্যের দাম ৷ পেট্রলের দাম আজ লিটারপিছু 29 পয়সা বেড়েছে ৷ দাম বেড়েছে ডিজেলেরও ৷ ডিজেলের দাম আজ লিটারপিছু বেড়েছে 28 পয়সা ৷ এর ফলে রাজধানীতে সর্বকালীন উচ্চতায় পৌঁছেছে পেট্রল ও ডিজেলের দাম ৷ দাম ক্রমে সেঞ্চুরির দিকে এগোচ্ছে কলকাতাতেও ৷

দিল্লিতে আজ লিটারপিছু পেট্রলের দাম 97.22 টাকা ৷ আর প্রতি লিটার ডিজেলের দাম বেড়ে হয়েছে 87.97 টাকা ৷ ডিজেলের দাম কলকাতায় দিল্লির থেকেও বেশি ৷ আজ শহরে লিটারপিছু ডিজেলের দাম 90.82 টাকা ৷ মহানগরীতে পেট্রলের দাম লিটারপিছু 97.12 টাকা ৷

আরও পড়ুন: মুম্বই, হায়দরাবাদের পর বেঙ্গালুরুতেও 100 ছাড়াল পেট্রলের দর

পেট্রলের দাম সর্বাধিক মুম্বইতে ৷ লিটারপিছু পেট্রল আজ বিকিয়েছে 103.36 টাকায় ৷ বাণিজ্য নগরীতে প্রতি লিটার ডিজেলের দাম 95.44 টাকা ৷ হায়দরাবাদেও পেট্রলের দাম একশোর উপরে ৷ নিজামের শহরে পেট্রল ও ডিজেলের লিটারপিছু দাম যথাক্রমে 101.04 টাকা ও 95.89 টাকা ৷

জ্বালানিতে ছ্যাঁকা, দিল্লিতে সর্বকালীন শিখরে পেট্রল-ডিজেলের দাম
শহর পেট্রল/লিটার ডিজেল/লিটার
দিল্লি ₹97.22 ₹87.97
মুম্বই ₹103.36 ₹95.44
চেন্নাই ₹98.40 ₹92.58
কলকাতা ₹97.12 ₹90.82
বেঙ্গালুরু ₹100.47 ₹93.26
হায়দরাবাদ ₹101.04 ₹95.89

বেঙ্গালুরুতে আজ এক লিটার পেট্রলের দাম ছিল 100.47 টাকা এবং ডিজেলের দাম লিটার পিছু 93.26 টাকা ৷ চেন্নাইতে আজ পেট্রল ও ডিজেলের দাম লিটার পিছু যথাক্রমে 98.40 টাকা ও 92.58 টাকা ৷ আর যে সব জায়গায় পেট্রলের লিটার পিছু দাম সেঞ্চুরি পার করেছে সেই জায়গাগুলি হল, নাগপুর, থানে, পুণে, নবী মুম্বই, জয়সলমীর, ইন্দোর, গোয়ালিয়র, রত্নাগিরি, ঔরঙ্গাবাদ, কোলাপুর, নাসিক, লেহ, চিকমাগালুর ৷ দেশে পেট্রল, ডিজেলের দাম সব রাজ্যে সমান নয় ৷ ভ্য়াট-সহ আঞ্চলিক বিভিন্ন করের তারতম্য অনুসারে রাজ্যভেদে দামের এই তারতম্য হয় ৷ অর্থনীতিবিদরা বলছেন, এই কারণেই এখনও পর্যন্ত দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে পেট্রলের দাম 100 টাকার গণ্ডি পেরিয়ে গিয়েছে ৷

আরও পড়ুন :মঙ্গলে অমঙ্গল, একদিন পর ফের বাড়ল পেট্রল-ডিজেলের দাম

সম্প্রতি দেশে জ্বালানির দাম রেকর্ড উচ্চতায় থাকছে ৷ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পাওয়ায় প্রায় রোজই বাড়ছে জ্বালানির দাম ৷ যদিও এ ব্যাপারে কেন্দ্রের হস্তক্ষেপের দাবিতে সরব হয়েছে বিরোধী দলগুলি ৷ বিক্ষোভ চলছে এ রাজ্যেও ৷ পেট্রোপণ্যের বর্ধিত দামের কারণে ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছে বাস সংগঠনগুলি ৷

ABOUT THE AUTHOR

...view details