নয়াদিল্লি, 2 জুলাই: পেটিএম (Paytm) আছে ? যদি থাকে, তাহলে আপনার জন্য একটা সুখবর আছে ৷ এ বার থেকে প্রত্যেক লেনদেনে ব্যবসায়ী ও গ্রাহকদের ক্যাশব্যাক (Cashback Program) করবে এই ডিজিটাল পেমেন্ট সংস্থা ৷ ডিজিটাল ইন্ডিয়ার (Digital India) 6 বছর পূর্তি উপলক্ষে এই প্রকল্প শুরু করছে পেটিএম ৷ এ জন্য তারা 50 কোটি টাকা বরাদ্দ করেছে ৷
দেশের 200টি জেলায় শুরু হচ্ছে এই প্রকল্প ৷ এ ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে কর্নাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও তেলাঙ্গানাকে ৷ পেটিএম সম্প্রদায়ের অংশ হিসেবে কাজ করে এবং বৃহত্তর ক্ষেত্রে ডিজিটাল পেমেন্ট প্রক্রিয়াকে মেনে নিয়ে ডিজিটাল ইন্ডিয়ার সাফল্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ব্যবসায়ীরা ৷ বিবৃতি দিয়ে কোম্পানি জানিয়েছে, "এ বছর এই প্রকল্পের জন্য 50 কোটি টাকা বরাদ্দ করেছে কোম্পানি ৷ এর মাধ্যমে প্রতিদিনের কাজে যে 2 কোটিরও বেশি ব্যবসায়ী পেটিএম ব্যবহার করেন, তাঁদের কৃতিত্ব তুলে ধরা হবে ৷" দীপাবলির আগে পেটিএম-এর মাধ্যমে যে ব্যবসায়ীরা সবচেয়ে বেশি লেনদেন করতে পারবেন, তাঁদেরকে শীর্ষ ব্যবসায়ীর তকমা দিয়ে শংসাপত্র দেওয়া হবে বলেও ঘোষণা করেছে এই কোম্পানি ৷ শুধু তাই নয়, সেই ব্যবসায়ীদের হাতে পুরস্কার হিসেবে তুলে দেওয়া হবে সাউন্ডবক্স, আইওটি ডিভাইস ও অন্যন্য নানা জিনিস ৷
আরও পড়ুন:"ঘাবড়াবেন না মোহনবাবু, ও ভ্যাকসিনে বিষ নাই !" মগনলাল মেঘরাজকে নিয়ে আসরে বাবুল
যে গ্রাহকরা কিউআর কোড স্ক্যান করে পেটিএম অ্যাপের মাধ্যমে পেমেন্ট করেন, তাঁরা প্রতিটি লেনদেনে ক্যাশব্যাক পাবেন বলেও ঘোষণা করেছে পেটিএম ৷ বিবৃতিতে বলা হয়েছে, "ডিজিটাল ইন্ডিয়া অভিযানে ভারত উল্লেখযোগ্য পদক্ষেপ করেছে ৷ এর ফলে সব প্রযুক্তিগত ক্ষেত্রেই উন্নতি হয়েছে ৷ এই অভিযান দেশের আর্থিক বৃদ্ধিতে অবদান রেখেছে ৷"