নয়াদিল্লি, 3 জুন : অতিমারির সময়ে কোনও বেতন নেননি এশিয়ার ধনীতম ব্যক্তি তথা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি (Mukesh Ambani)৷ 31 মার্চ শেষ হওয়া আর্থিক বছরে তাঁর কোম্পানি থেকে গৃহীত বেতনের পরিমাণ শূন্য ৷ কোম্পানি সূত্রে খবর, স্বেচ্ছায় পারিশ্রমিক গ্রহণ করেননি আম্বানি ৷
গত বছর জুনে তাঁর কোম্পানি বিবৃতি দিয়ে জানায়, "ভারতে কোভিড 19-এর প্রাদুর্ভাব হওয়ায় দেশে সামাজিক, অর্থনৈতিক ও স্বাস্থ্যক্ষেত্রে বড়সড় আঘাত এসেছে ৷ সেই কারণে কোম্পানির চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি স্বেচ্ছায় তাঁর বেতন না-নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ৷"