পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / business

2 দিন উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত মারুতি সুজ়ুকির - Maruti Suzuki to shut operations at Haryana plants

আগামী 7 ও 9 সেপ্টেম্বর মারুতি সুজ়ুকির গুরগাঁও ও মানেসারের প্ল্যান্টে উৎপাদন সম্পূর্ণ বন্ধ রাখা হবে ৷ সংস্থার উৎপাদন ও গাড়ি বিক্রির পরিমাণ হ্রাস পাওয়ার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে মারুতি সুজ়ুকি ৷

প্রতীকী ছবি

By

Published : Sep 4, 2019, 2:32 PM IST

গুরগাঁও (হরিয়ানা), 4 সেপ্টেম্বর : হরিয়ানার দুটো প্ল্যান্ট থেকে দু'দিন উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত নিল দেশের বৃহত্তম গাড়ি প্রস্তুতকারক সংস্থা মারুতি সুজ়ুকি ৷ আজ সংস্থার পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়, আগামী 7 ও 9 সেপ্টেম্বর গুরগাঁও ও মানেসারের প্ল্যান্টে উৎপাদন সম্পূর্ণ বন্ধ রাখা হবে ৷

গতকয়েক মাস ধরে অটো শিল্পক্ষেত্রে মন্দার প্রভাব পড়েছে ৷ অন্যান্য গাড়ি প্রস্তুতকারক সংস্থারগুলোর মতো মারুতি সুজ়ুকিরও উৎপাদন হ্রাস পেয়েছে ৷ কমেছে গাড়ি বিক্রির সংখ্যাও ৷ তাই কার্যত বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিয়েছে সুজ়ুকি কর্তৃপক্ষ ৷

অগাস্টেই সংস্থার উৎপাদন 33.99 শতাংশ হ্রাস পেয়েছে ৷ চলতি বছরের জানুয়ারিতে সংস্থার প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী মাত্র 0.2 শতাংশ গাড়ির বিক্রয় বৃদ্ধি পায় ৷ এরপর থেকে ক্রমাগত গাড়ি বিক্রির হার কমেছে ৷

ABOUT THE AUTHOR

...view details