মুম্বই, 1 ফেব্রুয়ারি: কেন্দ্রীয় বাজেটকে স্বাগত জানাল শেয়ারবাজার। সকালে বাজার খোলার পরই একরাশ প্রত্যাশা নিয়ে বাজার উঠতে শুরু করেছিল। এরপর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সংসদে বাজেট পেশ করার পর এক লাফে 2000 পয়েন্ট চড়ল সেনসেক্স। লাফিয়ে বেড়েছে নিফটির সূচকও।
কেন্দ্রীয় বাজেট পেশের আগে থেকেই বেশ চাঙ্গা ছিল শেয়ারবাজার। সোমবার সকালে ইতিবাচক মনোভাব নিয়ে খোলে স্টক মার্কেট। বিএসই সেনসেক্সের সূচক 443-এরও বেশি পয়েন্ট চড়ে যায়। সেনসেক্সের সূচক প্রায় 0.39 শতাংশ বেড়ে সূচক পৌঁছায় 46,728.83-তে। ঊর্ধ্বমুখী এনএসই নিফটিও। নিফটির সূচক চড়ে 115 পয়েন্ট অর্থাত্ 0.84 শতাংশ। নিফটির সূচক পৌঁছায় 13,749.45-তে।
এরপর কেন্দ্রীয় অর্থমন্ত্রী বাজেট পেশের 30 মিনিটের মধ্যেই আরও ঊর্ধ্বমুখী হতে থাকে শেয়ারবাজার। বেলা 11.50-এ সেনসেক্সের সূচক 917 পয়েন্ট চড়ে যায়। নিফটি চড়ে 1.91 শতাংশ। সময় যত পেরোয় গ্রাফ ততই উপরে উঠতে থাকে। বেলা 2টো নাগাদ সেনসেক্স 2000 পয়েন্টেরও বেশি চড়ে যায়। নিফটি 3 শতাংশ চড়ে পৌঁছায় 14,000-এ।