পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Feb 1, 2021, 4:06 PM IST

ETV Bharat / business

বাজেটকে স্বাগত জানিয়ে চাঙ্গা শেয়ারবাজার, সেনসেক্স চড়ল 2000 পয়েন্ট

কেন্দ্রীয় বাজেটকে স্বাগত জানাল শেয়ারবাজার। সকালে বাজার খোলার পরই সূচক চড়তে শুরু করেছিল। এরপর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সংসদে বাজেট পেশ করার পর 2000 পয়েন্ট চড়ল সেনসেক্স। লাফিয়ে বাড়ে নিফটির সূচকও।

Markets give thumbs up to Union Budget 2021, Sensex rises nearly 2,000 points
বাজেটকে স্বাগত জানিয়ে চাঙ্গা শেয়ারবাজার,

মুম্বই, 1 ফেব্রুয়ারি: কেন্দ্রীয় বাজেটকে স্বাগত জানাল শেয়ারবাজার। সকালে বাজার খোলার পরই একরাশ প্রত্যাশা নিয়ে বাজার উঠতে শুরু করেছিল। এরপর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সংসদে বাজেট পেশ করার পর এক লাফে 2000 পয়েন্ট চড়ল সেনসেক্স। লাফিয়ে বেড়েছে নিফটির সূচকও।

কেন্দ্রীয় বাজেট পেশের আগে থেকেই বেশ চাঙ্গা ছিল শেয়ারবাজার। সোমবার সকালে ইতিবাচক মনোভাব নিয়ে খোলে স্টক মার্কেট। বিএসই সেনসেক্সের সূচক 443-এরও বেশি পয়েন্ট চড়ে যায়। সেনসেক্সের সূচক প্রায় 0.39 শতাংশ বেড়ে সূচক পৌঁছায় 46,728.83-তে। ঊর্ধ্বমুখী এনএসই নিফটিও। নিফটির সূচক চড়ে 115 পয়েন্ট অর্থাত্‍‌ 0.84 শতাংশ। নিফটির সূচক পৌঁছায় 13,749.45-তে।

এরপর কেন্দ্রীয় অর্থমন্ত্রী বাজেট পেশের 30 মিনিটের মধ্যেই আরও ঊর্ধ্বমুখী হতে থাকে শেয়ারবাজার। বেলা 11.50-এ সেনসেক্সের সূচক 917 পয়েন্ট চড়ে যায়। নিফটি চড়ে 1.91 শতাংশ। সময় যত পেরোয় গ্রাফ ততই উপরে উঠতে থাকে। বেলা 2টো নাগাদ সেনসেক্স 2000 পয়েন্টেরও বেশি চড়ে যায়। নিফটি 3 শতাংশ চড়ে পৌঁছায় 14,000-এ।

আরও পড়ুন: বাজেটের আগে চাঙ্গা শেয়ারবাজার, সেনসেক্স চড়ল 400 পয়েন্ট

30 শেয়ারের সেনসেক্সে সর্বাধিক লাভের মুখ দেখেছে ইন্দাসইন্দ ব্য়াঙ্ক। এ ছাড়াও আইসিআইসিআই ব্যাঙ্ক, এইচডিএফসি, ওএনজিসি ও টাইটন লাভবানদের তালিকায় রয়েছে।

সোমবার সংসদে 2021-22 অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এটি নরেন্দ্র মোদি সরকারের নবম বার্ষিক বাজেট।

ABOUT THE AUTHOR

...view details