কলকাতা, 6 জানুয়ারি : নতুন বছরের শুরুতেই আবার ধার রাজ্যের । 4 জানুয়ারি বাজার থেকে 2 হাজার 500 কোটি টাকা ঋণ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার । রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি বিজ্ঞপ্তি অনুযায়ী, ওই দিন 9টি রাজ্য বাজার থেকে মোট 19 হাজার 340 কোটি ঋণ নেয় ৷ এই পর্যায়ে পশ্চিমবঙ্গ এবং উত্তরপ্রদেশ 2 হাজার 500 কোটি টাকা করে ঋণ নিয়েছে, যা এই 9টি রাজ্যের মধ্যে সর্বোচ্চ ৷
এই নিয়ে মাত্র 21 দিন বা তিন সপ্তাহের মধ্যে তিনবার বাজার থেকে ঋণ নিল পশ্চিমবঙ্গ সরকার । রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, গত বছর 14 ডিসেম্বর সবমিলিয়ে 7টি রাজ্য সর্বমোট 7 হাজার 053 কোটি টাকা বাজার থেকে ঋণ নেয় । এই রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের নেওয়া ঋণের পরিমাণ ছিল সবচেয়ে বেশি, 2 হাজার 500 কোটি টাকা । আবার গত বছর 24 ডিসেম্বর সবমিলিয়ে 16টি রাজ্য বাজার থেকে মোট 22 হাজার 984 কোটি টাকা বাজার থেকে ঋণ নেয় । এই দফাতেও পশ্চিমবঙ্গের ঋণের পরিমাণ ছিল সবচেয়ে বেশি, 4 হাজার কোটি টাকা । অর্থাৎ গত 21 দিনে রাজ্য সরকার বাজার থেকে ধার করেছে মোট 9,500 কোটি টাকা । এর ফলে দ্রুত বাড়ছে রাজ্য সরকারের করা ঋণের পরিমাণ (loan amount of west bengal government in increasing rapidly)