পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / business

Sanjeev Sanyal on recovery of job losses: অতিমারির সময়ে চাকরি হারানোর সমস্যা মিটবে 6-9 মাসের মধ্যে ! - Sanjeev Sanyal on recovery of job losses

কেন্দ্রীয় বাজেটের (union budget 2022) আগে আশার কথা শোনালেন সঞ্জীব সান্যাল (Principal Economic Advisor to Government of India)৷ তাঁর দাবি, অতিমারির সময়ে যাঁরা চাকরি হারিয়েছিলেন (India will recover job losses in 6 months), তাঁরা 6 থেকে 9 মাসের মধ্যে চাকরি পাবেন (Sanjeev Sanyal on recovery of job losses)৷

job-losses-during-pandemic-will-be-recovered-within-6-9-months-principal-economic-advisor Sanjeev Sanyal
অতিমারির সময়ে চাকরি হারানোর সমস্যা মিটবে 6-9 মাসের মধ্যে !

By

Published : Feb 1, 2022, 10:04 AM IST

নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি:সবকিছু ঠিকঠাক থাকলে অতিমারির জন্য আর থমকে থাকবে না দেশের অর্থনীতি (India will recover job losses in 6 months)৷ এই সময়কালে দেশে একের পর এক চাকরি হারানোয় (Sanjeev Sanyal on recovery of job losses) মানুষকে যে সমস্যার মুখে পড়তে হয়েছে, তা 6 থেকে 9 মাসের মধ্যেই কেটে যাবে (Job losses which occurred during pandemic will be recovered within 6-9 months)৷ চলতি বছরের কেন্দ্রীয় বাজেট পেশের (union budget 2022) প্রাক্কালে এমনই আশার কথা শোনালেন দেশের প্রিন্সিপাল ইকনমিক অ্যাডভাইজার সঞ্জীব সান্যাল (Principal Economic Advisor to Government of India)৷

সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি (Sanjeev Sanyal says India will recover job losses in 6 months) বলেন, "সংখ্যাটা দেওয়া কঠিন ৷ এই মুহূর্তে আমার কাছে কোনও পূর্বাভাস নেই ৷ তবে আমি নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি, এখন যেভাবে চলছে, সে ভাবেই যদি অর্থনীতি এগোতে থাকে, তাহলে অতিমারির সময়ে হওয়া চাকরি হারানোর সমস্যাকে 6 থেকে 9 মাসের মধ্যে কাটিয়ে উঠবে দেশ ৷"

যদিও তিনি (principal economic advisor Sanjeev Sanyal) এটাও মনে করিয়ে দিয়েছেন যে, "আমার কথার অর্থ এটা নয় যে, আগামী দিনে বেকারত্বের সমস্যা মিটে যাবে ৷ তবে অর্থনীতি এ ভাবে এগোলে কোভিড-19-এর কারণে যাঁরা চাকরি হারিয়েছেন, তাঁরা 6 থেকে 9 মাসের মধ্যে চাকরি পেয়ে যাবেন ৷"

আরও পড়ুন:Union Budget 2022 : দেশের স্বাস্থ্য পরিকাঠামোয় বরাদ্দ বাড়ুক বাজেটে, দাবি সমীক্ষায়

আপাতত আর চাকরি হারানোর আশঙ্কা নেই বলে জানিয়ে সঞ্জীব সান্যাল আরও বলেন, "লকডাউনের সময় যেমন অনেকের চাকরি চলে গিয়েছিল, বেতন কমিয়ে দেওয়া হয়েছিল, এখন আর সে সবের ভয় নেই ৷ পরিস্থিতির উন্নতি হচ্ছে ৷ বৃদ্ধি থাকলে চাকরিও থাকবে, এটা আমার বিশ্বাস ৷ তবে পর্যটন, খুচরো ব্যবসা, হোটেল, বিনোদন - এই কন্টাক্ট-নির্ভর ক্ষেত্রগুলিতে অতিমারির প্রভাব অনেক বেশি ৷ এই ক্ষেত্রগুলির জন্য গত দু'বছর ছিল একেবারে বিভীষিকা ৷ তবে সবমিলিয়ে 2020-21 সালের বৃদ্ধি 8.4 শতাংশ ছুঁয়েছিল ৷ সেই সময় 2021-22 সালের আর্থিক বৃদ্ধি 8.2 শতাংশ হবে বলে আশা করা হয়েছিল ৷"

যদিও মুদ্রাস্ফীতি বর্তমানে গোটা বিশ্বের সমস্যা হয়ে দাঁড়িয়েছে বলে মনে করেন তিনি ৷ তবে জিএসটি সংগ্রহের মাধ্যমে সরকারের আয় বেড়েছে বলে জানিয়েছেন সঞ্জীব সান্যাল ৷ তিনি জানান, জানুয়ারিতে 1.38 কোটি টাকা জিএসটি আদায় করেছে সরকার ৷ এই নিয়ে চতুর্থ বার জিএসটি সংগ্রহ 1.30 লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেল ৷ এর থেকে বোঝা যাচ্ছে, আর্থিক বৃদ্ধি ধারাবাহিক ভাবে ভালো হচ্ছে ৷

আরও পড়ুন:Budget Session 2022 : সংসদে 2021-22 অর্থবর্ষের আর্থিক সমীক্ষার রিপোর্ট পেশ করলেন অর্থমন্ত্রী

ABOUT THE AUTHOR

...view details