নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি:সবকিছু ঠিকঠাক থাকলে অতিমারির জন্য আর থমকে থাকবে না দেশের অর্থনীতি (India will recover job losses in 6 months)৷ এই সময়কালে দেশে একের পর এক চাকরি হারানোয় (Sanjeev Sanyal on recovery of job losses) মানুষকে যে সমস্যার মুখে পড়তে হয়েছে, তা 6 থেকে 9 মাসের মধ্যেই কেটে যাবে (Job losses which occurred during pandemic will be recovered within 6-9 months)৷ চলতি বছরের কেন্দ্রীয় বাজেট পেশের (union budget 2022) প্রাক্কালে এমনই আশার কথা শোনালেন দেশের প্রিন্সিপাল ইকনমিক অ্যাডভাইজার সঞ্জীব সান্যাল (Principal Economic Advisor to Government of India)৷
সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি (Sanjeev Sanyal says India will recover job losses in 6 months) বলেন, "সংখ্যাটা দেওয়া কঠিন ৷ এই মুহূর্তে আমার কাছে কোনও পূর্বাভাস নেই ৷ তবে আমি নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি, এখন যেভাবে চলছে, সে ভাবেই যদি অর্থনীতি এগোতে থাকে, তাহলে অতিমারির সময়ে হওয়া চাকরি হারানোর সমস্যাকে 6 থেকে 9 মাসের মধ্যে কাটিয়ে উঠবে দেশ ৷"
যদিও তিনি (principal economic advisor Sanjeev Sanyal) এটাও মনে করিয়ে দিয়েছেন যে, "আমার কথার অর্থ এটা নয় যে, আগামী দিনে বেকারত্বের সমস্যা মিটে যাবে ৷ তবে অর্থনীতি এ ভাবে এগোলে কোভিড-19-এর কারণে যাঁরা চাকরি হারিয়েছেন, তাঁরা 6 থেকে 9 মাসের মধ্যে চাকরি পেয়ে যাবেন ৷"