পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / business

অন্তত 3 বছরের জন্য শ্রম আইনগুলি স্থগিত রাখা হোক, প্রস্তাব একাধিক সংস্থার - lockdown update

এক সেমিনারে CII, Ficci-র মতো একাধিক সংস্থা উপস্থিত ছিল । পরে মালিক সংগঠনের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয় । সেখানে উল্লেখ করা হয়, আগামী দুই-তিন বছরের জন্য অন্তত শ্রম আইনগুলি স্থগিত রাখা হোক ।

labourer
labour laws

By

Published : May 12, 2020, 5:22 PM IST

দিল্লি, 12 মে : দেশের একাধিক শ্রম আইন আপাতত স্থগিত রাখার প্রস্তাব দিয়েছে শিল্প-সংস্থাগুলি । লকডাউনে দেশের কর্মসংস্থানগুলিতে যে অচলাবস্থা তৈরি হয়েছে তা কাটিয়ে ওঠার জন্য আরও শ্রম প্রয়োজন বলে দাবি করে তারা । অন্তত আগামী দুই-তিন বছর কম্পানিগুলি তা মেনে চলতে চায় বলে জানানো হয়েছে । শুক্রবার কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষকুমার গঙ্গওয়ারের সঙ্গে একটি ওয়েব সেমিনারে এই বিষয়ে আলোচনা করে সংস্থাগুলি । বেশিরভাগ সংস্থা , দৈনিক কাজের সময়সীমা 8 ঘণ্টা থেকে বাড়িয়ে 12 ঘণ্টা করার আর্জি জানায় । বিষয়টির কড়া সমালোচনা করে শ্রম বিশেষজ্ঞ কে আর শ্যামসুন্দর জানান , যা হচ্ছে তা ভাইরাসের থেকেও ভয়ানক ।

ওয়েব সেমিনারে CII, Ficci-র মতো একাধিক সংস্থা উপস্থিত ছিল । পরে মালিক সংগঠনের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয় । সেখানে উল্লেখ করা হয়, আগামী দুই-তিন বছরের জন্য অন্তত শ্রম আইনগুলি স্থগিত রাখা হোক । ন্যূনতম বেতন, বোনাস ইত্যাদির কথা সংস্থাগুলি মাথায় রাখবে । এই সংকটজনক পরিস্থিতি থেকে ইন্ডাস্ট্রিকে উদ্ধার করার জন্য এই পদক্ষেপের প্রয়োজন আছে । ” ওয়েব সেমিনারে সংস্থাগুলি কেন্দ্রের কাছে আর্থিক প্যাকেজের আবেদন করে । তারা জানায়, এই আর্থিক প্যাকেজ ইন্ডাস্ট্রিকে এই পরিস্থিতি থেকে উঠে দাঁড়াতে সাহায্য করবে । এছাড়াও, কর্মসংস্থানে নতুন চাকরির সম্ভাবনা থাকবে ।

কেন্দ্রের রেড-অরেঞ্জ-গ্রিন জ়োনের বিষয়েও প্রশ্ন তোলেন একাধিক সংস্থার মালিক । তাঁরা বলেন, কেন্দ্র দেশে শুধু কনটেনমেন্ট এবং নন-কনটেনমেন্ট জ়োন করুক । নন-কনটেনমেন্ট জ়োনে সবরকম পরিষেবা চালু হোক ।

শিল্প সংস্থাগুলির শ্রম আইন আপাতত স্থগিত রাখার আবেদনের কড়া সমালোচনা করেন শ্রম বিশেষজ্ঞ কেআর শ্যাম সুন্দর । তিনি বলেন, “প্রথমে রাজ্যস্তরে ছিল । এখন ভাইরাসের মতো এই বিষয়টিও দেশে ছড়িয়ে পড়ছে । সরকারের তরফে শ্রমিকদের যে ন্যূনতম সুবিধা দেওয়া হয় তা ছিনিয়ে নেওয়ার চেষ্টা চলছে । যা ভাইরাসের থেকেও ভয়ঙ্কর ।”

ABOUT THE AUTHOR

...view details